PS1 খুব ভাল সিনেমাটিক এক্সপেরিয়েন্স

PS1 খুব ভাল সিনেমাটিক এক্সপেরিয়েন্স

১৯৫০-১৯৫৪ পর্যন্ত কালকী তার নিজ সম্পাদনায়  তামিল সাপ্তাহিক ম্যাগাজিন 'কালকী'তে ধারাবাহিকভাবে প্রকাশ করেছিলেন 'পন্নিয়েন সেলভা', যা পরে পাঁচখন্ডে বই আকারে এসেছিলো। ২২১০ পৃষ্ঠার বই লিখতে কালকী কয়েকবার শ্রীলঙ্কা গিয়েছিলেন। সেই কল্পনা ও ইতিহাসের মিশ্রনে মহা উপন্যাসকে সিনেমায় এডাপ্ট করা সত্যিই চ্যালেঞ্জিং! মণি রত্নম ও তার টিম সেটা বেশ ভালভাবেই করেছেন।

চোলা সাম্রাজ্যের সম্রাটের রাজত্বের কাহিনি। বিশ্বখ্যাত আর্কিটেকচার ও বিশাল সাম্রাজ্যের পরিসরের জন্য চোলা রাজা পরিচিত ছিলেন। এখানে প্রথম পার্টে দেখানো হয়েছে সুন্দর চোলা সম্রাট হিসাবে অধিষ্ঠিত আছেন এবং তার দুই সুযোগ্য রাজপুত্র আদিত্য ও অরুলমুজিবর্মণ রাজ্যের দুই প্রান্তে সেনাদল নিয়ে আক্রমনে ব্যস্ত। আর এদিকে ভেতরের কুলপতিরা ষড়যন্ত্র শুরু করে মধুরত্নকে সিংহাসনে বসানোর যে আসলে অযোগ্য কিন্তু উত্তরাধিকার আছে। আদিত্য ভালবাসতো রাজবাড়ির কুলহারা সুন্দরী নন্দিনীকে। তাকে না পাওয়ায় সে  নন্দিনীর বয়স্ক প্রেমিক ভীরাপাণ্ড্যকে হত্যা করে। তার প্রতিশোধ নিতে নন্দিনী বিয়ে করে সম্রাটের রাজদরবারের কান্ধামারানকে। 

সিনেমায় আদিত্যের সহযোদ্ধা ভাল্লা পরপর রাজ্যের সব জায়গায় ভ্রমণ করে গুপ্তচরের মত ষড়যন্ত্রের খবর পৌছায় রাজপুত্রদের একমাত্র বোন কুন্দাবাই, সম্রাট চোলা ও লঙ্কায় থাকা ছোট রাজপুত্র অরুল তথা পনিয়েন সেলভাকে। 

মাল্টিকাস্টিং সিনেমা অথচ প্রায় সবারই কী দুর্দান্ত স্পেস, এক্টিং, রোল! চিয়ান বিক্রম, ঐশ্বরিয়া, জয়াম রবি, তৃষা কৃষ্ণান, প্রকাশ রাজ, জয়রাম সবাই অসাধারণ অভিনয় করেছে। সাপোর্টিং কাস্টও ছিলো বেশ ভাল। তবে আমার সবচেয়ে ভাল লেগেছে ভাল্লা চরিত্রে কার্থিকে, যোদ্ধা ও ট্রাভেলার হিসাবে। তার হিউমার, কমিক সেন্স খুব ভাল লেগেছে।

এ আর রহমানের মিউজিক, রবি বর্মণের ক্যামেরায় দারুন ভিজুয়াল ও মিউজিকাল আবহ তৈরি হয়েছে। মণি রত্নমের সিগনেচার ড্রামা, সৌন্দর্যের ইম্প্যাক্ট ছিলো ভালোভাবেই। অনেক জায়গায় গল্প ও আর ক্যারেক্টারে দেয়ার মত সময় ছিল না। কিছু লুপহোল থাকলেও অপেক্ষা করবো পার্ট টুর জন্য! 

Personal Rating 8/10

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow