জি-মেইলে ভিডিও কল করার উপায়
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            দূর দেশে বন্ধু কিংবা প্রিয়জনের সাথে কথা বলার জন্য রয়েছে শত মাধ্যম। অডিও এবং ভিডিও কল উভয় ক্ষেত্রেই রয়েছে অ্যাপের হাজারও অপশন৷ জিমেইল ওপেন রেখেই যেভাবে ভিডিও কলিং এর মাধ্যমে প্রিয়জনের সাথে যুক্ত হবেন।
প্রথমেই আপনার জিমেইল একাউন্টে লগ ইন করুন
মিট সেকশন থেকে নিউ মিটিং অপশনে ক্লিক করুন। 
লিঙ্ক বা ইমেইলের মাধ্যমে মিটিং আমন্ত্রণ পাঠাতে সেন্ড ইনভাইটে ক্লিক করুন 
মিটিং এ যোগ দিতে জয়েন নাও অপশনে ক্লিক করুন।
মিটিং শেষ হয়ে গেলে বের হতে লিভ নাও তে ক্লিক করুন। 
এছাড়া অন্য কারো আমন্ত্রণে ভিডিও কল এ যুক্ত হতে চাইলে জিমেইল একাউন্টে লগ ইন করে বাম দিকে থাকা আসন্ন ভিডিও কলের লিঙ্কে ক্লিক করুন।