‘অর্জুনের সঙ্গে যৌনজীবন কেমন?” করণের এমন বিষ্ফোরক প্রশ্নে মালাইকার চমৎকার উত্তর…
ওটিটি প্ল্যাটফর্মে শুরু হয়েছে মালাইকা আরোরার টক শো 'মুভিং ইন উইথ মালাইকা'। সেখানেই অতিথি হিসেবে হাজির হয়ে মালাইকার সেক্সুয়াল জীবন নিয়ে প্রশ্ন করে বসেন করণ জোহর।
 
                                                                                                    ওটিটি প্ল্যাটফর্মে শুরু হয়েছে মালাইকা আরোরার টক শো 'মুভিং ইন উইথ মালাইকা'। সেখানেই অতিথি হিসেবে হাজির হয়ে মালাইকার সেক্সুয়াল জীবন নিয়ে প্রশ্ন করে বসেন করণ জোহর।
মালাইকা আরোরাকে তার এবং অর্জুন কাপুরের যৌন জীবন নিয়ে একাধিক প্রশ্ন করেন তিনি। এদিকে মালাইকাও ছেড়ে দেয়ার পাত্রী নন। এমন এমন বিষ্ফোরক প্রশ্নের জবাবে বলা যায় করণকে ধুয়ে দিয়েছেন বলিউডের এই হট গার্ল।
মালাইকাকে করণ জোহার ‘অর্জুনের সঙ্গে যৌনজীবন কেমন?” এমন প্রশ্ন করতেই তিনি করণকে বলেন, “তুমি তো কোনও সম্পর্কে নেই। তাই এতো ডেসপারেট। সবসময় হর্নি। তুমি যাই বলো তার সাথে যৌনতার একটা ইঙ্গিত থাকে। কারণ সব সময় তুমি ওটাই ভাবো।"

কথার প্রসঙ্গে করণ আবারও প্রশ্ন করেন, "তাহলে কি আমার ভিতরের যৌন আকাঙ্খা?” এই প্রশ্নের জবাবে মালাইকা বলে, "হ্যাঁ! কারণ তুমি পাচ্ছো না। তাই এই অবস্থা।"
একই সাথে এই সমস্যার সমাধানের পথও বাতলে দেন মালাইকা। এমনকি করণকে তিনি এও জানান, "নানা অ্যাপে অনেককেই তিনি (করণ) হাই লিখেছেন। কিন্তু কেউ জবাব দেয় নি।" জবাবে করণ বলেন, তাহলে তো সমস্যা আমারই। তবে মালাইকাকে করণ যখন বলেন, অর্জুনের সাথে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে তোমার? তখন এর উত্তর এড়িয়ে গিয়ে পাল্টা উত্তরে করণের মুখ বন্ধ করে দেন মালাইকা।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                     
	                                             
	                                             
	                                             
	                             
	                             
	                             
	                             
	                             
	 
	 
	 
	 
	