ইংরেজি শেখার ফিচার আনলো গুগল সার্চ

ইংরেজি শেখার ফিচার আনলো  গুগল সার্চ
ইংরেজি শিখতে এখন আর ঘরের বাহির না হলেও চলে, ঘরে বসেই প্রায়শই নিত্যনতুন সব অ্যাপে চাইলেই শিখে ফেলা যাচ্ছে ইংরেজি। এবার নেট ব্যবহারকারীদের সুবিধার্থে গুগল এনেছে ইংরেজি শেখার নতুন ফিচার। এই ফিচারে ব্যবহারকারীরা প্রতিদিনই নতুন নতুন সব ইংরেজি শব্দ শিখতে পারবেন। ফিচারটি ব্যবহারের জন্য প্রথমেই সাবস্ক্রাইব করতে হবে।সাবস্ক্রাইব হওয়ার পর প্রতিদিন নতুন ইংরেজি শব্দ অর্থসহ শিখতে পারবে শিক্ষার্থীরা। নোটিফিকেশনের মাধ্যমে নতুন শব্দ আসার বিষয়ে জানা যাবে। গুগলের নতুন এই ফিচারে সাবস্ত্রাইবের জন্য প্রথমেই সাইনআপ করতে হবে এবং এরপর ব্যবহারকারীর অজানা একটা শব্দ গুগলে সার্চ করতে হবে এবং সবশেষে ডান দিকে থাকা বেল আইকনে ক্লিক করতে হবে। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে এখন শুধু ইংরেজি ভাষার জন্য এই সুযোগ চালু হলেও ভবিষ্যতে এই ফিচার আরও অন্য ভাষার জন্য আনা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow