আলিয়া ভাটের রূপচর্চার গোপন তথ্য
ন্যাচারাল আলিয়া ভাটের সৌন্দর্যে পঞ্চমুখ সবাই। বলিউড সুন্দরী বিচারের ক্ষেত্রেও একেবারে প্রথম দিকেই থাকবে এই সুন্দরীর নাম। কিন্তু এই নো মেকআপ লুকের পিছনে আসল রহস্য কি? কিংবা কিভাবে তিনি তার রুপচর্চা করে থাকেন?
এই বিষয়ে আলিয়াকে প্রশ্ন করা হলে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, হাতে সময় পেলেই তিনি নিজের মত করে ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করেন। মূলত মধু এবং পেপে দিয়েই আলিয়া তার ব্যবহারের জন্য বিশেষ ফেসপ্যাক তৈরি করে থাকেন। এভাবে মুখ পরিষ্কার করা ছাড়াও হঠাৎ কোথাও যেতে হলে শিট মাস্ক ব্যবহার করতে ভুলেন না তিনি। তার মতে কম সময়ে ত্বকের যত্নে ফেস শিট মাস্ক এক এবং অনন্য। পাশাপাশি ত্বক নিয়মিত ময়শ্চারাইজ করতেও অলসতা বোধ করেন না আলিয়া।