বাংলা ভাষার এই বহুল প্রচলিত প্রবাদ বাক্যটি বলার কারণ ভিকি জাহেদ এর সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ 'আরারাত'। সিরিজটির শেষ পর্যন্ত দেখলে আপনি অনুধাবন করবেন ধর্মের কাহিনী না শোনা এই চোর আর কেউ নয়, আপনি আমি নিজেই!
ধর্মের অনেক সহজ কিছুবিষয় ভিকি জাহেদ ছয় পর্বের এই ওয়েব সিরিজে ভিন্নভাবে উপস্থাপন করেছেন। 'আরারাত' পৃথিবীর সবচেয়ে রহস্যময় পর্বতের একটি। পর্দায় সেই রহস্য ক্রমেই ঘনীভূত হয়েছে, যার ভেদ হয়েছে শেষ পর্বে। সুপারন্যাচারাল কিছু বিষয় থাকলেই আমার মনে হয়
গল্পের মূল মেসেজ ছিল কতো সহজেই না আমরা পাপ পঙ্কিলতায় নিজেদেরকে ছড়িয়ে দিচ্ছি। অথচ ভালোবাসা ও বিয়ের মতো পবিত্র শক্তিশালী বন্ধনকে আমরা মূল্যায়ন করতে পারছি না!
রুপা চরিত্রে মেহজাবিন অনবদ্য। তবে আমার নজর কেড়েছে আজিজুল হাকিম ও বিজরী বরকতুল্লাহ। এতো সুন্দরভাবে এমন বেমানান চরিত্রে নিজেদের মানিয়ে নিয়েছেন তাদের মতো ভার্সেটাইল শিল্পীদের আরও অনেক কিছু দেয়ার আছে ইন্ডাস্ট্রিকে।
সময় করে মাত্র ২০ টাকার বিনিময়ে বিঞ্জ প্ল্যাটফর্মে দেখতে পারেন ভিকি জাহেদের 'আরারাত' ওয়েব সিরিজটি।