খাওয়ার ধরনই বলে দেবে আপনি কেমন!
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            আপনি খাওয়ার সময় কিভাবে বসছেন কিংবা কিভাবে খাবার খাচ্ছেন, কিভাবে কথা বলছেন ইত্যাদি আপনার ব্যক্তিত্ব প্রকাশ করে। চলুন দেখে নেয়া যাক কিভাবে-
যারা ধীরে ধীরে খাবার খেয়ে থাকেন তাদের ধৈর্য্য ক্ষমতা অন্যদের তুলনায় তূলনামূলকভাবে বেশি থাকে।এবং এসব মানুষের কর্মজীবনেও অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় পাওয়া যায়।
 অন্যদিকে যারা খুব দ্রুত খাবার খেয়ে ফেলেন তারা অধিকাংশ ক্ষেত্রেই মাল্টিটাস্কার। এমন ব্যক্তি কখনো তার কর্মজীবনে কোন কাজে দেরি করেন না। এমনকি প্রয়োজনের তুলনায় অনেক আগেই নিজের কাজ শেষ করে ফেলতে পারেন৷ এ ধরনের লোক বেশ প্রতিযোগিতামূলক হয়৷ 
যারা খাওয়ার সময় অন্যদের খাবার সার্ভ করতে পছন্দ করেন, তারা স্বভাবগতভাবে অনেক গোছালো হয়, আবার যারা বেশিরভাগ সময় রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে খান, তারা অবশ্যই অলস ব্যক্তি৷ কর্মজীবনেও যার প্রভাব ফেলে।