যার চোখের দিকে তাকেলে মানুষ পাথর হয়ে যেত ! মেডুসার গল্প . The Story Of Medusa
যার চোখের দিকে তাকেলে মানুষ পাথর হয়ে যেত ! মেডুসার গল্প . The Story Of Medusa যার চোখের দিকে তাকালেই মানুষ পাথর হয়ে যেত – মেডুসার গল্প অনেক অনেক দিন আগে, গ্রিসের প্রাচীন দেবতাদের যুগে, ছিল এক সুন্দরী নারী – মেডুসা। সে ছিল এতটাই সুন্দর যে, কেউ তার চোখে তাকিয়ে থাকতে পারত না; সৌন্দর্যে যেন আগুন লেগে যেত! কিন্তু মেডুসা ছিল একজন মানুষ, এবং সে অ্যাথেনা নামের জ্ঞানের ও যুদ্ধের দেবীর মন্দিরে কাজ করত। একদিন সমুদ্রের দেবতা পসেইডন তাকে ভালোবেসে ফেলল, কিন্তু সে তা জোর করে প্রমাণ করতে চাইল। সে অ্যাথেনার মন্দিরেই মেডুসার সাথে অশালীন আচরণ করে। এতে অ্যাথেনা প্রচণ্ড রেগে গেল। তবে আশ্চর্য হলেও সত্যি, অ্যাথেনা মেডুসাকে নয়, শাস্তি দিল মেডুসাকেই। কারণ সে মন্দিরের পবিত্রতা ভঙ্গ করেছে। ⚡ অ্যাথেনা মেডুসাকে অভিশাপ দিল – মেডুসার সুন্দর মুখ আর থাকবে না। তার চুল হবে বিষাক্ত সাপ দিয়ে তৈরি, এবং কেউ যদি তার চোখে চোখ রাখে—সে মুহূর্তেই পাথরে পরিণত হবে! এভাবে মেডুসা এক ভয়ংকর প্রাণীতে রূপান্তরিত হল, আর মানুষ তাকে "গর্গন" বলতে লাগল। সে এক গুহায় বসবাস করতে লাগল, দূরে, সমুদ্রের ওপারে।
What's Your Reaction?






