পুরনো মেসেজ চোখের নিমেষে খুঁজে দেবে WhatsApp-এর নতুন ফিচার!
এবার বিশেষ কোনও দিনের পাঠানো মেসেজ বা পেয়ে থাকা মেসেজ নিমেষে খুঁজে দেবে WhatsApp-এর নতুন ফিচার।
 
                                                                                                    দুনিয়া জুড়ে কোটির উপরে মানুষ ব্যবহার করে ব্যবসা বাজারের শীর্ষে তুলে দিল, আর তাদের কাছ থেকে আমরা কি না এতটুকুও ইউজার ফ্রেন্ডলি হয়ে ওঠা আশা করতে পারব না? অভিযোগ আগেও ছিল, এখনও থাকবে। WhatsApp খুব কাজের জিনিস, সন্দেহ নেই, গুগলের মতো এও এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। কিন্তু কোনও চ্যাট খুঁজে বের করার প্রসঙ্গ যদি ওঠে, সত্যি বলতে কী, হোয়াটসঅ্যাপ কিন্তু আমাদের প্রায় কাঁদিয়ে ছাড়ে।অনেকে বলতেই পারেন, ওয়ার্ড সার্চ অপশনটা তাহলে রয়েছে কী করতে! কিন্তু ওটাতেও কি প্রত্যাশা এবং দরকার যা, তা পুরোপুরি মেটে? সার্চবারে গিয়ে একটা শব্দ লেখো, তার পর কোন কোন চ্যাটে তা আছে স্ক্রল করে দেখো, আঙুলে ব্যথা ধরিয়ে থুঁজে পাওয়া গেল তো চোদ্দপুরুষের সৌভাগ্য! আর না পাওয়া গেলে?স্ক্রল করে চলো, করে চলো! নির্দিষ্ট একটা তারিখ অব্দি যা পাওয়া গেল, তাতেই সন্তুষ্ট থাকো, সে কাজ মিটুক আর না-ই মিটুক। অভিযোগের ঠেলাতেই বোধ হয় হোয়াটসঅ্যাপ এখন এক ক্লিকে তারিখ ধরে চ্যাট সার্চ (Chats By Date) করার ফিচার আনতে চলেছে। কেন না, এই ফিচার নিয়ে দুই বছর আগে কাজ শুরু করেও থামিয়ে দিয়েছিল তারা, এবার কি তাহলে শেষ করবে?WABetaInfo অন্তত সেরকমই দাবি করছে। বলছে, বিশেষ করে এই ফিচার কাজে আসবে কোনও চ্যাটে প্রথম কী কথা হয়েছিল তা খুঁজে পেতে। এর জন্য সার্চ বারে একটা ক্যালেন্ডার আইকন জুড়ে দেওয়া হবে, সেটায় ক্লিক করলেই কি শেষ?যা জানা যাচ্ছে, iOS ভার্সনে পরীক্ষা-নিরীক্ষার কাজও শুরু হয়েছে গিয়েছে, খুব তাড়াতাড়ি বিটা টেস্টারদের নিয়ে একটা ট্রায়ালও দেওয়া হবে বাজারে ফিচার ছাড়ার আগে।এবং খুব শিগ্রহি android এ ওম আনা হবে...।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                     
	                                             
	                                             
	                                             
	                             
	                             
	                             
	                             
	                             
	 
	 
	 
	 
	