আইফোন থেকে বিজ্ঞাপন আসা বন্ধ করুন ভিপিএন ছাড়াই

আইফোন থেকে বিজ্ঞাপন আসা বন্ধ করুন ভিপিএন ছাড়াই

আইফোন এর বিজ্ঞাপন অফ করতে পারবেন ফোন এর সেটিং থেকেই এবং যখন ওয়াই-ফাই নেটওয়ার্ক এ কানেক্টেড থাকবেন তখন আপনি যেকোনো ব্রাউজারেই এড ফ্রি ব্যবহার করতে পারবেন, আর কোনো বিজ্ঞাপন আসবে না।

এটি করা যায় মূলত ডিএনএস আইপি অটোমেটিক কে ম্যানুয়ালি চেঞ্জ করে।

যা যা করতে হবে-

১। প্রথমে আপনার আইফোন এর সেটিংস এ যেতে হবে।

২। এরপর ওয়াইফাইতে যেয়ে (i) বাটনে ক্লিক করবেন-

৩। তারপর কনফিগার ডিএনএস এ যাবেন।

৪। এরপর অটোমেটিক থেকে ম্যানুয়াল সিলেক্ট করবেন

৫। আগের যে কোনো আইপি থাকলে সেসব delete করে দিবেন।

৬। উপরের এই আইপি গুলো বসিয়ে দিন এবং উপর থেকে সেইভ অপশন চাপুন।

ব্যাস হয়ে গেল, এখন থেকে আর আপনার আইফোন এর কোনও ব্রাউজারে আর অবাঞ্ছিত বিজ্ঞাপন আসবে না, হ্যাপি ইন্টারনেট ব্রাউজিং।

এই আইপিগুলো মূলত এডগার্ড ডিএনএস এর আইপি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow