রিভিউ ( কাথাল)ঃ বন্ধুত্বের ঘনিষ্ঠতা বোঝা গেল চোখের নির্লিপ্ততায়!

ফাস্ট পেস দেখতে দেখতে আমরা যেন সিনেমার ড্রামা পার্টের শক্তির কথা ভুলেই গেছি। 'কাথাল'র গল্পের দৃঢ়তা অন্তত আমাকে সেই শক্তির কথাই মনে করালো বারবার।

রিভিউ ( কাথাল)ঃ বন্ধুত্বের ঘনিষ্ঠতা বোঝা গেল চোখের নির্লিপ্ততায়!
ফাস্ট পেস দেখতে দেখতে আমরা যেন সিনেমার ড্রামা পার্টের শক্তির কথা ভুলেই গেছি। 'কাথাল'র গল্পের দৃঢ়তা অন্তত আমাকে সেই শক্তির কথাই মনে করালো বারবার।
বলিউড এই ইস্যু নিয়ে চটকদার অনেক কমেডি বানিয়েছে, সিরিয়াস থ্রিলারও বানিয়েছে তবে ফ্যামিলি বা সোশ্যাল ড্রামায় এই ইস্যুতে এত ভাল কাজ আমি দেখি নি। জিও বেবির আরেকটা দারুন সিনেমা দেখেছিলাম - 'দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন', এখানেও দুর্দান্ত ন্যাচারাল ড্রামার বিস্তার দেখলাম! ইস্যুটা কী - সেটা বললে স্পয়লার হবে তাই ছোট করে গল্পটা বলি।
ম্যাথিউ আর ওমানার দীর্ঘদিনের সংসার, পরিবারে থাকে ম্যাথিউর বাবাও। আর মেয়েটি পড়ে বোর্ডিং স্কুলে। এলাকার ওয়ার্ডে জনপ্রতিনিধি মারা যাওয়ায় ম্যাথিউ যোগ্য হিসাবে ইলেকশনে দাঁড়ায় দলের নির্দেশে। তার জয়টা ব্যক্তি ইমেজের জন্য প্রাপ্যই ছিল। তবে এর মাঝে ওমানা ম্যাথিউর বিরূদ্ধে আদালতে মামলা ঠুকে দেয় আর তালাক চায়। পারিবারিক কোন ঝামেলা না থাকলেও ওমানা যেজন্য মুক্তি চায়, সেই একই কারনে এক বন্ধুর সাথেও ম্যাথিউর দুরত্ব সৃষ্টি হয়েছে।
মামোট্টি তার বয়সের জন্য মানানসই চরিত্রই পেয়েছেন। তবে জ্যোতিকাকে তার স্ত্রী হিসাবে দেখে প্রথমে একটু দ্বিধায় ছিলাম। তবে স্বামী স্ত্রী হিসাবে তাদের ক্যামিস্ট্রি দেখে মুগ্ধ হলাম। পুরো সিনেমায় ডায়লগ ছিল খুবই কম। এমনকি বাবার চরিত্রে পানিকার লোকটার ডায়লগ ছিল একেবারে শেষে হাতেগোনা। তবুও অদ্ভুত নিরবতা আর চাহনি দিয়ে তারা কী দারুন অভিনয় করলেন। মামোট্টির বন্ধু হিসাবে সুধীকে পারস্পরিক একটা ডায়লগও দেয়া হয় নি অথচ দুজনের পূর্ব বন্ধুত্বের ঘনিষ্ঠতা বোঝা গেল চোখের নির্লিপ্ততায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow