অনলাইন থাকলেও দেখতে পাবেন না কেউ হোয়াটসঅ্যাপে! কী ভাবে?
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপের ব্যবহার ঈর্ষনীয়। গ্রাহকদের সুবিধা ও আকর্ষণীয়তা বজায় রাখতে মেটা কর্তৃপক্ষও দিনরাত ব্রেনস্ট্রমিং করছে। তার সুফল হিসেবে ইতোমধ্যে গ্রাহকরা প্রোফাইল পিকচার, স্টাটাস এসবই নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে রাখার সুবিধা পাচ্ছে৷
সম্প্রতি আপনি অনলাইনে থাকলেও আপনাকে কেউ অনলাইনে আছেন তা দেখতে পাবেন না। অর্থাৎ অনলাইনে থেকেই অফলাইন মুড বজায় রাখতে পারবেন। এর জন্য যা করতে হবে-
এক, হোয়াটসঅ্যাপ খুলেই পর্দার দিকে ডান দিকে তিনটি বিন্দু দেখা যাবে। অই বিন্দু তিনটিতে স্পর্শ করলে বিভিন্ন অপশনের মাঝে সেটিংস অপশনটি খুঁজে পাবেন।
দুই, সেটিংসে গিয়ে একাউন্ট অপশনে ক্লিক করুন। সেখানে প্রাইভেসি অপশন পাবেন। এই অপশনে গিয়ে লাস্ট সিন এন্ড অনলাইন অপশনটিতে ক্লিক করুন। এখানেই খুঁজে পাবেন আপনার কাঙ্খিত অফলাইন অপশনটি।
যদিও সব গ্রাহক এখনই এই সুবিধার আওতাভুক্ত নন, তবে ধীরে ধীরে সবার জন্যই এই সুবিধা উন্মুক্ত হবে বলে জানিয়েছে মেটা কর্তৃপক্ষ।