লক হওয়া ফেইসবুক একাউন্ট খুলতে যা করবেন....
পুরনো কিংবা নতুন বন্ধুমহলের আপডেট পেতে ফেইসবুক যেন এখন জীবনেরই একটা অংশ। কিন্তু হঠাৎ করেই যদি সেই ফেইসবুক একাউন্ট লক হয়ে যায় তখন যেন দুশ্চিন্তার সীমা থাকে না।
তবে ফেইসবুক কর্তৃপক্ষকে এই সমস্যা জানাতে চালু রয়েছে লাইফ চ্যাট সাপোর্ট। প্রথম দিকে আমেরিকান জনগণদের জন্য চালু হচ্ছে এই সেবা। ধীরে ধীরে বিশ্বের অন্য দেশেও চালু হবে। সন্দেহজনক কার্যকলাপ কিংবা নিয়মভঙ্গের কারণে যেসব ফেইসবুক একাউন্ট লক হয়েছে তারাই লাইভ চ্যাটের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন।
ফেইসবুক সুত্রে জানা গেছে শুধু ফেইসবুক না, ইনস্টাগ্রামের সমস্যা সম্পর্কেও প্রশ্নের উত্তর পাওয়া যাবে। একই সাথে নিজের পছন্দের পোস্ট যাতে অপছন্দের লোক দেখতে না পারেন সেই ফিচারগুলোও আপডেট হচ্ছে।