মানুষ কেনো স্বপ্ন দেখে [অন্ধ মানুষের স্বপ্ন নিয়ে বিস্তারিত ব্যাখ্যা]
আমরা কেনো স্বপ্ন দেখি?
মাঝেমধ্যে দৃষ্টিশক্তিহীন একজন মহিলা আসেন মহিলা অন্ধ তবুও স্বপ্ন দেখেন। তিনি তার ভাইবোনকে দেখেন, মা বাবাকেও দেখেন। স্বামীকে তেমন একটা দেখেননি। তার যখন বিয়ে হয় তখন তিনি তারপর থেকে চোখে দেখতেন না। স্বপ্নের মধ্যে তিনি তার এক বড় বোনকে প্রায়ই দেখেন। দৃষ্টিশক্তি হারানোর সময় তিনি তার পাশে সার্বক্ষণিক ছিলেন। এখন সে বোন ইউরোপে আছেন। আসল কথা হলো তিনি তাদের বেশি দেখেন যারা অসুস্থতার সময় বা তার আগে পরে পাশে ছিলেন। যেহেতু তিনি দৃষ্টিশক্তি হারান কৈশোরেই। এখন তার বয়স প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই। দুই ছেলেমেয়ে। তারা ইউরোপে খালার কাছে। তিনি একবার ইউরোপ ভ্রমণ করেও এসেছেন। চিকিৎসা বিজ্ঞানীদের কাছে স্বপ্ন রহস্যময় মুহূর্ত। স্বপ্ন নিয়ে আবহমান কাল ধরে বৈজ্ঞানিক ও দার্শনিকগণ গবেষণা করে আসছেন। কিন্তু স্বপ্ন আজও রহস্যময় হয়ে রয়েছে সবার কাছে। আজ থেকে প্রায় হাজার পূর্বে রাজাধিরাজদের কাছে স্বপ্ন ছিল গুরুত্বপূর্ণ ঘটনাবলি। রাজা স্বপ্নে পেয়েছেন সিদ্ধান্ত সুতরাং আর কোনো কথাই নেই। খ্রিস্টপূর্বে ৩১০০ অব্দে মেসোপটোমিয়ান সভ্যতায় সম্রাট সম্রাজ্ঞীদের অনেক সিদ্ধান্তই তাদের স্বপ্নের ভিত্তিতে হতো। রোমান সম্রাটগনও নীতিনির্ধারণী বিষয়সমূহে তাদের ঘুম এর মধ্যে দেখা সংশ্লিষ্ট বিষয়ের 'স্বপ্ন' পেশ করতেন সিনেটে। আর তা নিয়ে গবেষণায় বসতেন, স্বপ্ন বিশারদরা। অবশেষে সে আলোকেই হতো সে সময়ের সিদ্ধান্ত। তারা মনে করতেন স্বপ্ন সৃষ্টিকর্তার কাছ থেকে আসা কোন দিক নির্দেশনা কিংবা এমনকি অনেক সম্রাট সম্রাজ্ঞী তাদের সামরিক বাহিনীর অনেকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন স্রেফ স্বপ্নের ওপর ভিত্তি করেই। বর্তমান আধুনিক সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট দের কাছে স্বপ্ন তেমন একটা আহামরি কিছুই না। রাজ্য শাসন করতে গয়ে নীতিনির্ধারণী কোন বিষয়ে আর সিদ্ধান্ত নিতে এর কোনো গুরুত্ব আদৌ আছে বলে কেউ মনেই করেন না। বরং এতে হিতে-বিপরীত হবার আশংকা বেড়ে যায়।স্বপ্ন আসলে কি?
অনেক মানুষ আছেন যারা প্রায় অভিযোগ করেন, 'তারা স্বপ্ন দেখেন না'। আসলে ব্যাপারটা এমন নয়। তারা স্বপ্ন দেখেন, কিন্তু ভুলে যান কিংবা মনে করতে পারেন না। তাহলে স্বপ্ন আসলে কী? স্বপ্ন এমন কিছুই না। স্বপ্ন, অবচেতন মন এর প্রযোজনায় 'বর্তমান', 'নিকট অতীত' ও 'দূর অতীতে' ঘটে যাওয়া ঘটনা ও তার অভিজ্ঞতার আলোকে নির্মিত একটি 'ছোট নাটিকা' বা 'সেগমেন্ট' বলা যায়। স্বপ্নের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। আমরা বেশিরভাগ স্বপ্ন দেখি মূলত রেপিড আই মুভমেন্ট (REM- SLEEP) স্লিপিং পর্বে। রেপিড আই মুভমেন্ট স্লিপ কি? আমাদের ঘুম এর রয়েছে দুটি স্তর। 'চক্ষু আন্দোলন' পর্ব (রেপিড আই মুভমেন্ট -REM) ও চক্ষু স্থীর পর্ব (NON REM)। ঘুমের মধ্যেই আমাদের চোখ দুটো কখনো আন্দোলিত বা কাঁপতে থাকে আবার কখনো স্থির থাকে। তাই ঘুমের এই নাম। বেশিরভাগ স্বপ্ন আমরা দেখি চক্ষু আন্দোলন পর্ব ঘুম এর সময়। আর ঘুম থেকে জেগে উঠার অল্প সময়ের মধ্যে আমরা সিংহভাগ স্বপ্নই ভুলে যাই। কি স্বপ্ন দেখেছিলাম তা হুবহু মনে করতে পারি না এটাও স্বাভাবিক ঘটনা। স্বপ্ন এর মাধ্যমে ব্রেইন নতুন করে কারো কোন ইমেজ অবয়ব বা চেহারা তৈরি করতে পারে না আর সেজ ক্ষমতা ব্রেইনের নেই। অতীতে দেখা চেহারা অবয়ব এই আমরা প্রিয়জনকে দেখি। অনেক আগে যারা মা,বাবাকে হারিয়েছিলেন তারা তাদের মা বাবা কে ঠিক সেই অবয়বেই দেখেন, যখন তারা মারা গিয়েছিলেন। অন্ধ মানুষ স্বপ্ন দেখে? হ্যাঁ, অন্ধ মানুষরাও স্বপ্ন দেখেন। এমনকি যারা জন্মান্ধ তারাও স্বপ্ন দেখে। তবে তাদের সে স্বপ্নে কারো চেহারা বা ছবি থাকে না। আর যারা জন্মের অনেক পর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তাদের স্বপ্নগুলোও প্রায় আমাদের মতনই।What's Your Reaction?