শীতের মোটা কাপড়ের পোশাক যেভাবে পরিষ্কার করবেন...

শীতের প্রকোপ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেশ জোরেশোরে পড়েছে। তাই শীতের পোশাক পরিধানের পাশাপাশি তা পরিষ্কার করাও জরুরি। পরিষ্কারহীন কাপড় বারবার পড়লে ত্বকে নানা রকম সমস্যা দেখা দিতে পারে।

শীতের মোটা কাপড়ের পোশাক যেভাবে পরিষ্কার করবেন...

শীতের প্রকোপ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেশ জোরেশোরে পড়েছে। তাই শীতের পোশাক পরিধানের পাশাপাশি তা পরিষ্কার করাও জরুরি। পরিষ্কারহীন কাপড় বারবার পড়লে ত্বকে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তবে শীতের মোটা পোশাক কিভাবে পরিষ্কার করবো সে সম্পর্কে আমরা অনেকেই হয়তো অবগত নয়! 

অনেকে না জেনেই শীতের কাপড় সাবান কিংবা সাবানের গুড়া দিয়ে পরিষ্কার করেন, এতে কাপড়ের রঙ ফ্যাকাশে হয়ে যাওয়াসহ কাপড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জেনে নেই কিভাবে শীতের নোংরা পোশাক পরিষ্কার করবো... 

লেদার বা জ্যাকেটঃ লেদার বা জ্যাকেট ড্রাই ক্লিনই সবচেয়ে সুবিধাজনক ও ভালো পদ্ধতি। তবে যারা বাড়িতেই ধুতে চান তারা সমপরিমাণ ভিনেগার ও পানি মিশিয়ে তাতে নরম কাপড় বা তোয়ালে ভিজিয়ে তা দিয়ে লেদার বা জ্যাকেট পরিষ্কার করুন। 

ঠান্ডা পানি ব্যবহারঃ শীতের পোশাক সাধারণত নরম ধরণের হয়ে থাকে। তাই কাপড় কাঁচার সময়ে কিংবা অধিক সময় গরম পানিতে ভিজিয়ে রাখা উচিত নয়। 

নিয়মিত রোদে দিনঃ শীতের পোশাক বারবার ধোয়া সম্ভব নয়। আর আবহাওয়া খারাপ থাকলে এসব শুকাতেও অনেক বেশি সময় চলে যায়। তাই সুযোগ পেলেই রোদে দিন উলের সোয়েটার বা ভারি চাদরের মত পোশাক। এর ফলে ঘাম বা ধুলা থাকলে তা দূর হয়। এমনকি এতে ফাঙ্গাসও জমতে পারে না।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow