কাজিন ম্যারেজ ও আমাদের ধারণা

কাজিন ম্যারেজ ও আমাদের ধারণা

কাজিন ম্যারেজ ও আমাদের ধারণা

কাজিন ম্যারেজ- বাংলাদেশে কাজিন ম্যারিজ খুব প্রচলিত।শুনতে অদ্ভুত নয় মোটেই, তবে এর ফলাফল অদ্ভুত হতেই পারে।সকলের কাছেই প্রচলিত এই নিকটাত্মীয়ের সাথে বিয়ে হওয়াটা-সেই রাণী ভিক্টোরিয়া থেকে শুরু করে সাধারণ জনগণ সকলের কাছে প্রচলিত। কাজিন ম্যারেজ কী? কাজিন অর্থ শুধুই আপন চাচাতো, মামাতো ইত্যাদি ভাই-বোনদের বুঝানো হয়নি, বরং আপনার মা কিংবা বাবার চাচাতো, মামাতো ইত্যাদি ভাই-বোনদের যারা ছেলে-মেয়ে তাদেরকেও বুঝানো হয়েছে। যখন আপনি নিজের নিকটাত্মীয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন।এই নিকটাত্মীয়দের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে মেডিকেলের ভাষায় Consanguineous Marriage বলা হয়। Consanguineous Marriage তিন রকমের হতে পারে, এর মধ্যে যেই দুইটি নিয়ে আলোচনা করবো তা হলোঃ- ১) ফার্স্ট ডিগ্রি রিলেটিভ- আপন খালাতো , মামাতো, চাচাতো কিংবা ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে হওয়া। ২) সেকেন্ড ডিগ্রি রিলেটিভ- মা কিংবা বাবার কাজিনের ছেলে-মেয়ের সাথে বিয়ে হওয়া। চিকিৎসাবিজ্ঞানের মতে সরাসরি কাজিনের সাথে বিয়ে হওয়াটা অনেকটাই অযৌক্তিক। ফার্স্ট কাজিনদের জিনগত মিল প্রায় ১২ শতাংশ অর্থাৎ বংশপরম্পরায় একই জিন বহন করে আসছে। আর এর ফলে যেসব জিনগত রোগবালাই বংশগতভাবে চলে আসছে, তা সন্তানের মধ্যে প্রকটভাবে দেখা দেয়।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow