বেস্ট পাঁচটি কাস্টম রম রিভিউ
বেস্ট কাস্টম রম, শাওমি কাস্টম রম রিভিউ
বেস্ট পাঁচটি কাস্টম রম রিভিউ
আজকের আর্টিকেলে অ্যান্ড্রয়েড এর জন্যে ৫ টি বেস্ট কাস্টম রম নিয়ে আলোচনা করবো। এই লিস্টের পাঁচটি কাস্টম রমের প্রায় সবগুলোই অধিকাংশ শাওমি এবং ওয়ানপ্লাস ডিভাইসে অফিসিয়ালি সাপোর্ট করে। তবে এমন কোনো নিশ্চয়তা নেই যে প্রত্যেকটি শাওমি ডিভাইসের জন্যেই আপনি সবগুলো কাস্টম রম পাবেন। তবে শাওমির প্রায় সকল মেজর এবং জনপ্রিয় ডিভাইসগুলোতেই জন্যই এসব কাস্টম রমের অফিসিয়াল বিল্ড রয়েছে। আপনাকে শুধু এসব রমের ওয়েবসাইটে গিয়ে খুঁজে দেখতে হবে যে আপনার স্পেসিফিক কোনো মডেলের জন্য কোন কোন রমের অফিসিয়াল বিল্ড ভার্শন রয়েছে। এই আর্টিকেলের লিস্টের প্রত্যেকটি কাস্টম রমই আমি নিজের Poco F1 স্মার্টফোনে ব্যবহার করে চেক করেছি। আর আমি সবসময়ের জন্যই কাস্টম রম ব্যবহার করি এবং কিছুদিন পরপর আআম্র ফোনের কাস্টম রম চেঞ্জ করি। তাই আমার মনে হয় কাস্টম রম রিভিউ এর ব্যপারে আপনারকা আমার মতামতের উপরে ভরসা রাখতেই পারেন।।Pixel Experience
বর্তমানে সবচাইতে জনপ্রিয় অ্যান্ড্রয়েড রমের কথা বলতে চাইলে এটার নামই বলতে হয়। আপনি যদি গুগল এর পিক্সেল স্মার্টফোনের ইউজার ইন্টারফেস বা গুগল ফ্লেভারের স্টক অ্যান্ড্রয়েড স্কিনের ফ্যান হয়ে থাকেন, তাহলে এটিই আপনার জন্য বেস্ট কাস্টম রম। হ্যাঁ, এই লিস্টের সবগুলো কাস্টম রমই স্টক অ্যান্ড্রয়েড ভিত্তিতে তৈরী, তবে সবগুলোতে আপনি স্টক অ্যান্ড্রয়েড পেলেও গুগলের পিক্সেল ফোনগুলোর মতো স্বাদ কোনোটায় পাবেন না। গুগল পিক্সেল এর মতো সেইম ধরনের এক্সপেরিয়েন্স পেতে চাইলে আপনাকে Pixel Experience কাস্টম রমিউজ করতে হবে। Pixel Experience খুব ব্যালেন্সড একটি কাস্টমরম। এটি এমন কোন ফ্যান্সি ফিচারস এবং হাজার রকমের ইউআই টুইক দিবে না, আবার আপনাকে মিইউআই এর মতো খারাপ পারফর্মেন্সও দিবে নাহ। ব্যাটারি লাইফ এবং পারফরমেন্স এর দিক থেকে যদি আপনি একটি ব্যালেন্সড কাস্টম রম চান, তাহলে Pixel Experience ইউজ করতে পারেন। আর Pixel Expeirence রমটি এই লিস্টের অন্যান্য অধিকাংশ সকল রমের থেকে বেশি স্ট্যাবল। Pixel Experience এর ডেভেলপার এবং ব্যবহারকারী কমিউনিটিও অনেক বেশি অ্যাক্টিভ। নিয়মমাফিক প্রায় প্রত্ত্যেক মাসেই Pixel Experience এর একটি করে নতুন মেজর আপডেট এবং সিকিউরিটি প্যাচ রিলিজ করা হয়। আর আমি এখন পর্যন্ত যতগুলো কাস্টম রম ইউজ করেছি, সেগুলোর মধ্যে বেস্ট পারফরমেন্স Pixel Experience দিতে না পারলেও আমার মতে, সবচাইতে স্ট্যাবল এবং বাগ-বিহীন এক্সপেরিয়েন্স পিক্সেল এক্সপেরিয়েন্স এর থেকে পেয়েছি। তাই আমি সাজেস্ট কর, যদি পিক্সেল স্বাদের এবং যতটা সম্ভব স্ট্যাবল ইউজার এক্সপেরিয়েন্স পেতে চান তবে পিক্সেল এক্সপেরিয়েন্স ব্যবহার করুন!Evolution X
এটিও প্রায় পিক্সেল এক্সপেরিয়েন্স এর মতোই আরেকটি স্টক অ্যান্ড্রয়েড বেজড কাস্টম রম। এটির মধ্যেও আপনি গুগল পিক্সেলের ফ্লেভার পাবেন, তবে ডেভেলপার ক্লেইম করলেও এটিতে পিক্সেল এক্সপেরিয়েন্স এর মতো স্মুথ ইউজার এক্সপ্রিয়েন্স পাওয়া যায়না। এর প্রধাণ কারণ হচ্ছে, এই রমটিতে অনেক কাস্টোমাইজেশন ফিচারস আছে যেগুলো আপনি অন্যান্য মিনিমাল রম, যেমন পিক্সেল এক্সপেরিয়েন্সে্র মধ্যে পাবেন না। এই রমটিতে অনেক এক্সট্রা ফিচারস এবং ইউআই কাস্টোমাইজেশন ফিচার পাবেন আপনারা। স্ট্যাটাসবার থেকে শুরু করে লকস্ক্রিন, অ্যাপ ড্রয়ার, লঞ্চার, ডিসপ্লে, ফন্ট সবকিছুতেই অনেক আলাদা কাস্টমাইজেশন ফিচার পাবেন এই রমে, যা পিক্সেল এক্সপেরিয়েন্সে্র মধ্যে পাবেন না। এসব এক্সট্রা ফিচার্স গুলোর কারণেই রমটি পিক্সেল এক্সপেরিয়েন্সের মতো লাইটওয়েট নয়। আবার একেবারে আনইউজেবল নয়, তবে পিক্সেল এক্সপেরিয়েন্সের সাথে তুলনা করলে পারফরমেন্সের কিছুটা ঘাটতি খেয়াল করবেন এই কাস্টম রমটিতে। তবে এই রমটিতে অফিসিয়াল ডিভাইস সাপোর্ট পিক্সেল এক্সপেরিয়েন্সের থেকে অনেকটাই বেটার। অর্থাত, পিক্সেল এক্সপেরিয়েন্স এর তুলনায় আরো অনেক বেশি ডিভাইস সাপোর্ট করে Evolution X।Resurrection Remix
যেহেতু কাস্টোমাইজেশন ফিচার্সের কথা আসলো, তাই এই রমটিকে এই লিস্টে রাখতেই হলো। এটিও অ্যান্ড্রয়েড কাস্টম রমের লিস্টে পিক্সেল এক্সপেরিয়েন্স এর মতোই অত্যন্ত পপুলার একটি নাম। পিক্সেল এক্সপেরিয়েন্স যেমন পপুলার এর স্মুথ পারফর্মেন্স এবং ক্লিন পিক্সেল ফ্লেভার রর জন্য, Resurrection Remix রমটিও জনপ্রিয় এর এক্সট্রিম কাস্টোমাইজেশন আর ক্যাপেবলিটির জন্য। Resurrection Remix রমের সকল ফিচার-সেট আর কাস্টোমাইজেশন এর অপশনগুলো দেখলে আপনার কাছে Evolution X রমটিও বোরিং লাগবে। Resurrection Remix রমে এতো বেশি কাস্টোমাইজেশন ফিচার আছে যে, এই রমটির কাস্টোমাইজেশন সেটিংসে ঢুকলে আপনার ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে শুধু কি কি ফিচার্স আছে তা এক্সপ্লোর কোরতে। বলতে গেলে আপনি ব্যবহারকারীর ইন্টারফেসের প্রায় সকল পার্ট নিজের মত করে সাজিয়ে নিতে পারবেন। তবে, এই হাজার হাজার ফিচার্সের কারণে এটার পারফরমেন্সও Evolution X এর। এটির অফিসিয়াল ডিভাইস সাপোর্ট কিছুটা সীমিত। ভাগ্য ভালো হলে হয়তো আপনার ডিভাইসটি সাপোর্টেড লিস্টে পেয়েও যেতে পারেন।Paranoid Android
এটি অ্যান্ড্রয়েডের দুনিয়ায় সবথেকে পুরনো একটি কাস্টম। অ্যান্ড্রয়েড জেলিবিন, কিটক্যাটের সময় এই কাস্টম রমটি ভালোই পপুলার ছিলো। Paranoid Android কাস্টম রমের একমাত্র বিশেষত্ব হচ্ছে এর স্ট্যাবলিটি এবং পারফরমেন্স। অবশ্য, পিক্সেল এক্সপেরিয়েন্সের মতোই এই রমটিতেও আপনি তেমন কোনো এক্সট্রা অনেক ফ্যান্সি ফিচার্র এবং হাজার হাজার কাস্টমাইজেশন পাবেন না। জাস্ট ভালো ব্যবহারকারি এক্সপেরিয়েন্সের জন্য একদম বেয়ার মিনিমাম যেসব ফিচার্স না হলেই নয়, শুধুমাত্র সেগুলোই পাবেন। তবে Paranoid Android একটি CAF রম। CAF এর ব্যাপারে আসলে তেমন কিছু জানার দরকার হয়না, শুধু এইটুকু জেনে নিতে পারেন যে CAF বেজড রমগুলোর পারফর্মেন্স এবং এনিমেশন অত্যন্ত স্মুথ এবং ফাস্ট হয়। Paranoid Android ইউজ করলে ডিভাইসের পারফর্মেন্স নিয়ে কখনই চিন্তা করতে হবেনা। আপনার ডিভাইস থেকে বেস্ট পসিবল পারফরমেন্সটাই আপনি Paranoid Android রম থেকে পাবেন। Corvus OS যেমনটা এই রমের ডেভেলপাররা ক্লেইম করে থাকেন যে এই রমটি মুলত Made for Gamers। আপনি যদি গেমার হয়ে থাকেন এবং মোবাইলে হাই এন্ড গেমস যেমনঃ পাবজি, কল অফ ডিউটি ইত্যাদি জনপ্রিয় গেমস খেলেন, তাহলে এই রমটি ইউজ করতে পারেন। গেমিং এর জন্য স্পেশালভাবে অপটিমাইজ করা হয়েছে এই রমটি। গেমিং এর জন্য বিশেষ স্ক্রিন রেকর্ডার, এফপিএস কাউন্টার, র্যাম অপটিমাইজার ইত্যাদি অনেক ফ্যান্সি ফিচারস আছে এই রমে যা গেমার দের পছন্দ। সত্যি কথা বলতে, আমার কাছে এই রমের গেমিং পারফরমেন্স আমার নিজের কাছে খুব অসাধারন কিছু মনে হয়নি। পিক্সেল এক্সপেরিয়েন্স, প্যারানয়েড অ্যান্ড্রয়েড ইত্যাদি রমে আমি যেমন গেমিং পারফরমেন্স পেয়েছি, এই রমটিতেও ঠিক একই রকমেরই পারফর্মেন্স পেয়েছি। তাই আমার মনে হয়না যে, এই রমটি গেমিং পারফরমেন্স ইম্প্রুভ করে বা এই ধরনের কোনোও অপটিমাইজেশন করে। শুধু এই রমটির ইউজার ইন্টারফেসে কিছু ইলিমেন্টস রাখা হয়েছে যা গেমাররা পছন্দ করবেন, আবার গেমিং মাইন্ডেড কিছু আইকনসও আছে। আর এফপিএস কাউন্টার, গেমিং মোড, গেম বুস্টার ইত্যাদি টুকটাক ফিচারস থাকার কারনে এই রমটিকে Made For Gamers বলা হয়ে থাকে। ব্যপারটা আসলে অনেকটা অপেরার গেমিং ব্রাউজার এর মতো। আপনি যদি গেমার হয়ে থাকেন আর সবকিছুতেই আরজিবি এবং গেমিং ভাইবস রাখতে পছন্দ করেন, তাহলে এই রমটি ট্রাই করে দেখতে পারেন। এই রমটিও ভালোই স্ট্যাবল এবং পারফরমেন্স পিক্সেল এক্সপেরিয়েন্সের মতো এতোটা ভাল না হলেও অনেকটাই কাছাকাছি।What's Your Reaction?