নগ্ন হয়ে ক্রিকেট খেলা!

ক্রিকেট তো কতো ভাবেই খেলা যায়, তাই বলে নগ্ন হয়ে? নগ্ন হয়ে ক্রিকেট খেলা! দেখুন বিস্তারিত %%primary_category%% %%sitename%%

নগ্ন হয়ে ক্রিকেট খেলা!

নগ্ন হয়ে ২২ গজ পিচের ভিতর দিয়ে দৌড়, এক সময়ে এটাই ছিল টেস্ট ক্রিকেটের অন্যতম বিনোদন!

  সকলেই বলে থাকে ক্রিকেট হচ্ছে জেন্টেলম্যানদের গেম। কিন্তু ক্রিকেট মাঠে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যায় যা আসলেও লজ্জা ও  নিন্দার। ক্রিকেট মাঠেএ লজ্জাজনক কিছু ঘটনার মধ্যে অন্যতম হচ্ছে উলঙ্গ অবস্থায় মাঠে উন্মত্ত দর্শকদের প্রবেশ। মহিলা, পুরুষ উভয় দর্শকই একাধিক বার নগ্ন অবস্থায় ক্রিকেটে মাঠে ঢুকে পরর ঘটনা রয়েছে। যা সাময়িকভাবে মাঠের অন্যান্য দর্শকদের পক্ষে হাসির বিষয় হলেও, আদতে এমন ঘটনা কারো কাছে মোটেও কাম্য নয়। চলুন জেনে নেয়া যাক এমন কিছু ঘটনা সম্পর্কে।   আসেস ২০০৫  অ্যাসেস এর ইতিহাসে ২০০৫ সালের সিরিজ অন্যতম সেরা একটি। ওভালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচ চলাকালীন এক মহিলা উলঙ্গ দর্শক মাঠে ঢুকে পরেন। তার গায়ে একটি ওয়েবসাইটের বিজ্ঞাপনো ছিল। মহিলা মাঠের মধ্যে দৌড়তে শুরু করলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও পরবর্তীতে নিরাপত্তারক্ষীরা ওই মহিলাকে মাঠের বাইরে নিয়ে যান।   সিবি সিরিজ ২০০৮ ২০০৮ সালের সিবি সিরিজে ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ চলাকালীন একজন পুরুষ দর্শক উলঙ্গ অবস্থায় মাঠে প্রবেশ করে দৌড়াতে শুরু করে। সেই সিরিজের লাস্ট সিরিজ ছিল অজি তারকা অ্যাডাম গিলক্রিসট। তাকে ফেয়ারওয়েল জানানোর জন্যই নিজের শরীরে 'ফেয়ারওয়েল গিল্লি' লিখে মাঠে প্রবেশ করেছিলেন ওই ব্যক্তিটি। এরপর নিরাপত্তীরক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।   ইংল্যান্ড বনাম পাকিস্তান, লর্ডস, ১৯৯৬ ১৯৯৬ সালে লর্ডস এর মাঠে ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যে টেস্ট ম্যাচ চলছিল। সেই সময়ে মাঠের মধ্যে প্রবেশ করেন এক উলঙ্গ মহিলা দর্শক। ঠিক কি কারণে তিনি এমন কাজটি করেছিলেন তা অবশ্য জানা যায়নি।   অ্যাসেজ ১৯৯৭- ১৯৯৭ সালের এসেজে ওল্ড ট্রাফডে আবারো এক মহিলা উলঙ্গ দর্শক মাঠে প্রবেশ করেন এবং তিনি নাচ শুরু করেন। ওই দর্শক নিজের নাচের দক্ষতা দেখানোর জন্য এমন কাজ করেছিলেন কিনা তা জানা যায়নি। পরে নিরাপত্তীকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে্ন।     ইংল্যান্ড বনাম পাকিস্তান, লর্ডস, ২০০১- ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে লর্ডসে্র মাঠে ফের এক উলঙ্গ মহিলা দর্শক মাঠে প্রবেশ করেন এবং তিনি দৌড়াতে শুরু করেন। দর্শক ও প্লেয়াররা তখন তাকে দেখে অবাক হয়ে যা্য। পরে মহিলা নিরাপত্তারক্ষীরা তাকে মাঠের বাইরে নিয়ে যায়।      মার্শাল ইলেভেন বনাম বানবারি, ২০০০- ২০০০ সালের ইংল্যান্ডে একটি ঘরোয়া ক্রিকেট ম্যাচ চলাকালীন সময়ে এক উলঙ্গ মহিলা মাঠে প্রবেশ করেন। তিনি ক্রিকেটার ররি বার্মনারের সঙ্গে উলঙ্গ অবস্থায় হ্যান্ডশেকও করেন।    অবশ্য ক্রিকেট মাঠে একাধিকবার এমন ঘটনা ঘটেছে। কখনো উলঙ্গ মহিলারা মাঠে প্রবেশ করেছে। কখনো নিজ ব্র্যান্ডের প্রমোশনের জন্য কিংবা কখনও বা প্রিয় তারকার প্রতি ভালোবাসা থেকে। কিন্তু এমন ঘটনা আসলে কখনই কাম্য নয় আমাদের।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow