হেডফোন ইয়ারবাডস ধীরে ধীরে ক্ষতি করছে শ্রবণশক্তির, কিভাবে?
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            ডিজিটাল এই যুগে স্মার্টফোনের সাথে হেডফোন কিংবা ইয়ারবাডস না থাকাই যেন আনস্মার্টনেস। কিন্তু আপনি জানেন কি? এই হেডফোন বা ইয়ারবাডস কতোটা ক্ষতি করে আপনার শ্রবণশক্তির? ৫০ শতাংশের বেশি মানুষের অতিরিক্ত জোড়ে গান শোনার কারণে চিরতরে হারিয়ে ফেলতে পারেন শোনার ক্ষমতা। আর এই ঝুঁকি সবচেয়ে বেশি ১২ থেকে ৩৫ বছরের মানুষের ভিতরে।
এক গবেষণায় দেখা গেছে প্রতিদিনের শব্দ সীমা নির্দিষ্ট করা হয়েছে ৭০ ডেসিবলের মধ্যে। কিন্তু হেডফোন ব্যবহারের ফলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই সীমা অতিক্রম করতে পারে। ফলশ্রুতিতে আপনার বয়স চল্লিশ অতিক্রম করলে আপনি অন্য একটি বয়স্ক লোকের তুলনায় কম শুনতে পাবেন কিংবা হতে পারে শুনবেন ই না। এক্ষেত্রে যারা এমনিতেই একটু কম শুনতে পান, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি দিগুণ।
শব্দমাত্রা ৮৫ ডেসিবলের উপরে উঠলেই তা যেকোনো মানুষের জন্যই ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।