রেড হট লুকে শ্রীলেখা! বড় দিনে ভক্তদের জন্য সারপ্রাইজ
আসন্ন বড়দিনকে সামনে রেখে নিজের সোশ্যাল মিডিয়ায় সান্তাক্লোজ সেজে ধরা দিয়েছেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। হট লুকে লাল স্লিভলেস ব্লাউজ, মাথায় লাল টুপি এবং হাতে গ্লাভস পড়ে বড়দিনের আগে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী।
রেড হট লুকে কিউটি সান্তাকে দেখে যেন বেশ অবাকই করলো ভক্তদের। ব্যক্তিগত ইনস্টাগ্রামে সান্তা সেজে ভিডিও পোস্ট করেছিলেন শ্রীলেখা। আর এতেই শ্রীলেখা নেটিজেন ভক্তদের প্রশংসায় ভেসেছেন৷ ভিডিওতে শ্রীলেখা রুপে সান্তাক্লোজ হট লুকে দেখা মিলেছে। যা মুহুর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়৷
ভিডিও লিঙ্কঃ https://www.instagram.com/reel/CXzx0QGpm-P/?utm_source=ig_web_copy_link