YouTube Ads Block এর জন্যে সেরা একটি এক্সটেনশন
YouTube-এর অ্যাড ব্লক করার জন্য আমি অনেক এক্সটেনশন ট্রাই করেছিলাম। বেশিরভাগ এক্সটেনশন কাজ করছিল না—

আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার লিখতে বসলাম।
পোস্টের টাইটেল দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন, আজকের বিষয়টি কী নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি দারুন Chrome Extension, যার মাধ্যমে আপনি খুব সহজেই YouTube-এর বিরক্তিকর অ্যাডগুলো ব্লক করতে পারবেন।
এই এক্সটেনশনটি মূলত Google Chrome ইউজারদের জন্য খুবই কার্যকর।
যারা Brave ব্রাউজার ব্যবহার করেন, তাদের জন্য এই এক্সটেনশনটি প্রয়োজন হবে না, কারণ Brave নিজেই বিল্ট-ইন অ্যাড ব্লকার সাপোর্ট করে।
তাই এই পোস্টটি শুধুমাত্র Chrome ব্রাউজার ব্যবহারকারীদের জন্য।
কিছুদিন আগে YouTube-এর অ্যাড ব্লক করার জন্য আমি অনেক এক্সটেনশন ট্রাই করেছিলাম। বেশিরভাগ এক্সটেনশন কাজ করছিল না—কখনো কাজ করলেও কিছুক্ষণ পর ব্ল্যাক স্ক্রিন দেখাত।
অনেক চেষ্টা আর পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে আমি একটি এক্সটেনশন খুঁজে পাই, যা এক কথায় অসাধারণ।
এর নাম: AdGuard AdBlocker
- এই এক্সটেনশনটি ব্যবহার করা একদম ঝামেলামুক্ত।
- কোনো ব্ল্যাক স্ক্রিনের ঝামেলা নেই
- ইন্টারফেস সহজ
- ইউটিউবসহ অন্যান্য ওয়েবসাইটেও ভালোভাবে কাজ করে
আমি নিজে অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, এবং একদম সন্তুষ্ট। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।
তো যারা Chrome ব্যবহার করেন, তাদের জন্য এটি সত্যিই কাজে আসবে বলে মনে করি।
আর কথা না বাড়িয়ে, আজকের পোস্ট এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, ধন্যবাদ!
What's Your Reaction?






