স্বর্ণের আইসক্রিম, দাম মাত্র ৬০ হাজার টাকা!
আইসক্রিম খেতে পছন্দ করেন না, এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। বাংলাদেশের মত বিশ্বের অন্য সব দেশেও আইসক্রিমের বেশ কদর রয়েছে। গরমের সময় যার চাহিদা হয় প্রায় দিগুন।
আইস্ক্রিমের রয়েছে নানা রকম ফ্লেভার। ফ্লেভার অনুযায়ী দামও বৃদ্ধি-কম হয়। আজ আপনাদের আমি পরিচয় করিয়ে দিব পৃথিবীর সবচেয়ে দামি আইসক্রিমের সাথে। আর সেই আইসক্রিম হচ্ছে স্বর্ণের আইসক্রিম। যার দাম ৬০,০০০ টাকা মাত্র। তবে টাকা থাকলেও আপনি খুব সহজেই এই আইসক্রিম খেতে পারছেন না। কেননা এই আইসক্রিম খেতে হলে আপনাকে যেতে হবে দুবাই। দুবাইয়ের স্কুপি ক্যাফে ২৩ ক্যারেট সোনা দিয়ে তৈরি করে এই বিশেষ আইসক্রিমটি। এটি বিশ্বের অন্যতম দামি মিষ্টি হিসেবেও সুপরিচিত। কিন্তু কেন এতো দামি এই আইসক্রিম? কারণ এই আইসক্রিমটিতে রয়েছে মাদাগাস্কারের বিখ্যাত ভ্যানিলা আর তার উপরে ছড়িয়ে দেয়া হয়েছে ২৩ ক্যারেট সোনার ফ্লেক্স।