ভুয়া ও বানোয়াট খবর বন্ধে ফেইসবুক আনছে 'পেজ লেবেল'
                                                
                                                    
                                                                             
                                                                                                     
                        
                                        
                            
                        
        
                        
                            সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহারের সময় প্রায়ই আমাদের নিউজফিড  দেখতে গিয়ে বিভ্রান্তির মুখে পড়তে হয়। কেননা, নিউজফিডে শোভা পাওয়া নানা রকম খবর সত্য কী মিথ্যা সেটা যাচাই-বাচাইয়ের কোন উপায় আমাদের জানা নেই। তবে এবার সেই উপায় বাতলে দিবে ফেইসবুকের নতুন ফিচার 'পেজ লেবেল।'
সম্প্রতি এক টুইটের মাধ্যমে ফেইসবুক কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে। টুইটের সেই বার্তায় ফেইসবুক জানিয়েছে নতুন ফিচারে ফেইসবুক পেইজগুলো ভাগ করা হয়েছে তিনটি শ্রেণীতে। পাবলিক অফিসিয়াল, ফ্যান পেইজ এবং স্যাটায়ার পেইজ।  যখন কোন নিউজ আমরা নিউজফিডে পাই, সেখানে নিউজ পেইজের নাম উল্লেখ থাকে, এবার ঠিক তার নিচেই থাকবে ফেইসবুকের নতুন সংযোজন এই তিন লেবেলের একটি।
অর্থাৎ এই  লেবেলগুলোই নির্ধারণ করবে নিউজফিডে আসা খবরগুলো বিশ্বাসযোগ্য কিনা। যেমন রাজনীতি সংক্রান্ত খবরগুলো আসবে পাবলিক অফিসিয়াল লেবেলের অধীনে। ফলে দায়িত্ব নিয়ে রাজনৈতিক সংস্থাগুলোর একটি আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে ফেইসবুক। সুতরাং এর বাইরে আসা নিউজগুলো অবশ্যই ততটা বিশ্বাসযোগ্য নয়।
জানা গেছে যুক্তরাষ্ট্রে বর্তমানে চলছে নতুন এই ফিচারের টেস্টিং। এটি ফলপ্রসূ হলেই তা পুরোপুরি চালু হবে।