মুখে দুর্গন্ধ কেন হয়? কোন রোগের লক্ষণ...

মুখে দুর্গন্ধ কেন হয়? কোন রোগের লক্ষণ...
মুখে দুর্গন্ধ! এটার সুচিকিৎসায় অনেকেই হয়তো প্রচুর অর্থ ব্যয় করেছেন ইতিমধ্যে। কিন্তু কখনো কি ভেবেছেন মুখে দুর্গন্ধ কেন হয়? এ নিয়ে হয়েছে অনেক রকম গবেষণাও। মুখে দুর্গন্ধ হওয়ার সুনির্দিষ্ট কারণগুলোর মধ্যে রয়েছে - প্রতিবার খাবার গ্রহণের সময় মুখের ভিতর খাদ্য আবরণ দাঁতের ফাঁকে মাড়ির ভিতর জমে থেকে ডেন্টাল প্ল্যাক সৃষ্টি এবং তা থেকে মাড়ির প্রদাহ। এছাড়া আরও একটি অন্যতম কারণের মধ্যে রয়েছে দাঁতের ফাঁকে খাদ্যকণা ও জীবানুর অবস্থান, মুখের ভিতর ছত্রাক ও ফাঙ্গাসের কারণে ঘা এবং মুখের ভিতর যে কোন ধরণের ক্ষত, ডেন্টাল সিস্ট বা টিউমার মুখের ক্যান্সার পর্যন্ত হতে পারে। মুখের দুর্গন্ধ দূর করতে যা করবেনঃ ১. দিনে অন্তত দুইবার দাঁত মাজা। এতে জীবানু বাসা বাঁধতে পারে না। ২. বিশেষজ্ঞদের মতে, গ্রিন টি বা ব্লাক টি মুখের দুর্গন্ধ দূরীকরণে দারুণ কার্যকরী এক ওষুধ। ৩. গাজর এবং আপেল জাতীয় খাবার নিয়মিত খেলে দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণু বাসা বাঁধতে পারে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow