মা কাজলের সিনেমার গানে নেচে ভাইরাল হলেন মেয়ে নাইসা দেবগণ!
এর আগেও বহুবার ট্রোলিংইয়ের স্বীকার হয়েছেন কাজল-অজয় দেবগণের মেয়ে নাইসা দেবগণ। তবে নিজের কৃতকর্মের জন্য প্রতিবার আলোচনার চেয়ে সমালোচিতই হয়েছেন বেশি ১৭ বছর বয়সী নাইসা। এবার মা কাজলের সিনেমার গানে নেচে কুড়িয়েছেন বেশ প্রশংসা।
সিনেমা 'কাভি খুশি কাভি গাম' এর বোলে চুরিয়া, 'মাই নেম ইজ খান' মুভি থেকে তেরে নয়না, সাজদা, এবঙ জাব উই মেট - এর নাগারে গানে নাচতে দেখা গেছে নাইসা দেবগণকে। স্কুলের একটি অনুষ্ঠানের জন্য এই পারফর্ম তিনি করেছেন বলে জানা গেছে।
দেখুন সেই ভাইরাল ভিডিও; https://www.youtube.com/watch?v=DqwCxtM_qlY