ভাইরাল এলিয়েনের ভিডিওর সত্যতা মিললো অবশেষে
ভাইরাল এলিয়েনের ভিডিওর সত্যতা মিললো অবশেষে
কয়েকদিন আগে ভাইরাল হওয়া সোশ্যাল মিডিয়ার ভিডিওটি অনেকেই হয়তো দেখেছেন। এই এলিয়েন এর ভিডিওটি রাতারাতি লক্ষাধিক শেয়ার পরে যায়। ভিডিওটি তৈরি হয় ভারতের ঝাড়খণ্ড এর হাজারিবাগে। ভাইরাল সেই ভিডিও দেখিয়ে বলা হচ্ছিলো রাস্তার মাঝে হেঁটে চলেছে অদ্ভূত এক প্রাণী। অনেকের মতে তখন এটি এলিয়েন, আবার অনেকের দাবী কোনও অশরীরীর আত্মা। বিষয়টি নিয়ে ফেসবুকেও জোর তর্ক চলে। কিন্তু এর নেপথ্যে থাকা কী কাহিনী সেটা বোঝা গেল আজকে এতোদিন পরে গিয়ে।
ভিডিওটি ধারণ করেছিলেন বলে দাবি করেছেন ওই এলাকারই জামশেদপুর এর এক বাসিন্দা দীপক হেমব্রম। তিনি দাবী করেছেন, আদতে এটি কোনো এলিয়েন নয়। এটি আসলে এক মহিলা ছিলেন। দূর থেকে তাই ওমন মনে হয়েছে। প্রথমে তিনি নিজেও বুঝতে পারেন-নি কিন্তু পরে বিষয়টি বোঝেন। সেই সাথে তিনি আরো জানান যে ভিডিওটি আসলে আরো অনেক বড়। কিন্তু ওই ৩০ সেকেন্ড এর ক্লিপ টাই সবাই ভাইরাল করেছে। খবর খুঁজতে গিয়ে জানা যায়, ভিডিওটি সামনে আসার পরেই প্রথমে স্থানীয় একটি নিউজ চ্যানেল এর পেজ থেকে ভিডিওটি পাব্লিশ করা হয়। তারপরে ভিডিও টি খুব দ্রুত ভাইরাল হয়। ঐ ভিডিওটি ইতিমধ্যে প্রায় ৬৬ লাখ বার দেখা হয়েছে। পাশাপাশি অন্যান্য পেজ থেকেও ভিডিওটি পাব্লিশ করা হয়।
সম্পূর্ণ ভিডিওতে দেখা যায়, গাড়ি করে কয়েকনজন যাচ্ছিলেন। সেই সময়ে ঐ মহিলা (যাকে এলিয়েন ভাবা হয়েছিল) সামনের থেকে হেঁটে যাচ্ছিলেন। আর তা দেখেই ঘাবড়ে যান গাড়ি চালক থেকে শুরু করে বাইক আরোহীরাও। অনেকেই গাড়ি ঘুরিয়ে দেন। এবার সেই ভিডিওটির সত্যতা সামনে এল।
ভিডিওটি নিয়ে বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় চর্চা রয়েছে। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় ওই এলাকার সেখানকার রাস্তা এখনও পাকাই হয়নি। অথচ ভিডিওতে স্পষ্ট পাকা পিচের রাস্তা দেখা যায়। ফলে ভিডিওটির সত্যতা নিয়েও উঠেছে প্রশ্ন। যদিও এবারই প্রথম নয়। এর আগেও এরকম বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় বারবার ভাইরাল হয়েছে। কখনও বলা হয় মহাকাশ থেকে এলিয়েনেরা এসেছে। কিন্তু শেষে দেখা গিয়েছে অধিকাংশ ভিডিওগুলোই ফেক। ফলে এসব ভিডিও শেয়ার করার আগে সত্যতা জানা উচিত।