গিটারের কর্ড কপি করুন AI এর সাহায্য!
গিটারের কর্ড কপি করুন AI এর সাহায্য! আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দিয়ে গিটার cord বের করুন খুব সহজে।
গিটারের কর্ড কপি করুন AI এর সাহায্য!
আমাদের মধ্যে অনেকেই গানবাজনা পছন্দ করেন। এর মধ্যে অনেকে শুনার পাশাপাশি বাজাতে এবং গাইতেও ভালোবাসেন। আর এসবের কথা ভাবলে একটি কমন ইন্স্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্র হচ্ছে গীটার। যাদের মিউজিক এর প্রতি ঝোঁক আছে তারা প্রায় সবসময় বিভিন্ন genre এর গান শুনে থাকে। কোথাও কোনো গান পছন্দ হলে সেটি অনেকসময় নিজেদের গীটার এর তারে বাজানোর ইচ্ছে হতে পারে।
কোন গান নিজের গীটারে সুর তুলবার প্রধান শর্ত হলো guiter lesson বা guiter chord জানা। বেশিরভাগ সময়েই একই গান অন্যরকম করে বাজানো হয় যেটি আরো অনেক শ্রুতিমধুর লাগে শুনতে। বিশেষ করে যারা গানের কাভার করে তাদের ক্ষেত্রে এটি দেখা যায়।
আজকে আলোচনা করব কিভাবে এআই দিয়ে এসব গানের গিটার এর লেসন বের করবেন।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলটির নাম:Chord Ai
Link: মোডেড করা লিংক
Size: 272 mb
প্রথমেই আপনাদের ডাউনলোড লিংক থেকে ইনস্টল করে নিতে হবেন। এরপর অ্যাপটি ওপেন করবেন। ঢুকার পর সকল পারমিশন অন করে নিবেন।
এক্সপার্ট সিস্টেম
- এবার আপনার ফোনে ডাউনলোড করা গানটি এক্সপোর্ট করবার পালা।
- এজন্য ব্রাউজ ফাইল এ ক্লিক করবেন।
- তারপর পছন্দের গানটি বা ভিডিওটি সিলেক্ট করে নিবেন।
একটু সময় নিবে মিউজিকটির কর্ড এনালাইসিস করে নিতে। তারপর দেখুন নিচে গীটার এর কর্ড চলে আসছে।গানটি প্লে করলে রিদম এর সাথে সাথে কর্ডগুলো দেখাতে শুরু করবে। একইসাথে লিরিকও জেনারেট করতে পারবেন। আর তার জন্য লিরিক এ ক্লিক করলে সেটি বেশ কিছু সময় পর গানের সাথে লিরিকটি দেখাবে।
What's Your Reaction?