ব্রণের দাগ সহজেই তুলে ফেলার গোপন ট্রিকস!
স্কিন সচেতন মানুষদের জন্য কিংবা রুপ লাবণ্য ধরে রাখতে কে না চায়? কিন্তু এর জন্য যখন বাঁধা হয়ে দাঁড়ায় ব্রণের পুরনো দাগ! তখন তো সমস্যায় পড়তেই হয়। আজ এসব মানুষের জন্য রয়েছে ব্রণের দাগ তুলে ফেলার গোপন ট্রিকস। যা কিনা আপনি ঘরে বসেই পারবেন।
স্কিন কেয়ার বিশেষজ্ঞদের মতে, দাগহীন মুখাবয়বের জন্য লবঙ্গতেল খুবই উপকারী। ফেসওয়াশ বা ক্রিমে থাকে নানা রকম পার্শ্বপ্রতিক্রিয়া। সেক্ষেত্রে লবঙ্গতেল ত্বকে কোন রকম খারাপ প্রভাব ফেলে না। ত্বকে থাকা জীবাণুর আধিক্য দূর করতে কার্যকর এই লবঙ্গতেল। যদি মুখে ব্রণের দাগ তুলে ফেলতে চান, তাহলে এক ফোঁটা লবঙ্গতেল নিয়ে মুখে আলতো করে মালিশ করুন।
দুই ফোঁটা লবঙ্গতেলের সঙ্গে মেশাতে হবে পাঁচ ফোঁটা নারিকেল তেল। এই মিশ্রণটিই মূলত মুখে মালিশ করতে হবে বিশেষ করে আপনার মুখোমন্ডলে থাকা পুরনো দাগের উপর। আপনার মুখ থেকে দূষণ, ময়লা ও অন্যন্য ক্ষতিকর জীবাণু তুলে ফেলে এই মিশ্রণ।