আনলিমিটেড ক্লাউড স্টোরেজ ব্যবহার করুন

আনলিমিটেড ক্লাউড স্টোরেজ ব্যবহার করুন ফ্রীতে এবং আজীবনের জন্য সাথে সুপার ফাস্ট স্পীড

আনলিমিটেড ক্লাউড স্টোরেজ ব্যবহার করুন

আনলিমিটেড ক্লাউড স্টোরেজ ব্যবহার করুন

ক্লাউড স্টোরেজ কি?

ক্লাউড স্টোরেজ হচ্ছে এমন একটা সার্ভিস যেখানে এক্সেস আপনি ইন্টারনেট এর মাধ্যমে পাবেন এবং সেখানে আপনার ইচ্ছেমতো যা খুশি জমা রাখতে পারবেন। উদাহরণ দিতে গেলে প্রথমে Google Drive এর নাম মাথায় আসবে সবার।

ক্লাউড স্টোরেজ এর সুবিধাসমূহ কি?

ক্লাউড স্টোরেজ এর সুবিধা হচ্ছে আপনার যেকোনো ফাইল ক্লাউড স্টোরেজ এ নিরাপদ থাকবে। আপনার ডিভাইস কোথাও হারিয়ে গেলেও অথবা এসডি কার্ড নষ্ট হয়ে গেলেও আপনার ক্লাউড স্টোরেজ এ থাকা ফাইল এর কোনো ক্ষতি হবে না। তাছাড়া আপনি চাইলেক ক্লাউড স্টোরেজ এ থাকা ফাইল লিংক আকারে অন্য কোথাও শেয়ার করে নিতে পারবেন। যাকে শেয়ার করবেন সেও পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেই সেই ফাইল এর এক্সেস নিতে পারবে।

আনলিমিটেড ক্লাউড স্টোরেজ কিভাবে?

অনেক কিছুই তো জানা হলো, চলুন এখন তাহলে জেনে নেই  কিভাবে আপনি আনলিমিটেড ক্লাউড স্টোরেজ নেয়া যেতে পারে। আপনারা হয়তো সবাই Telegram ইউজ করেন। টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জার এর মতোই একটা ম্যাসেজিং অ্যাপলিকেশন। তবে টেলিগ্রাম তাদের ব্যবহারকারীদের আনলিমিটেড স্টোরেজ সার্ভিস দিয়ে থাকে। আপনি যতো খুশি ততো ফাইল টেলিগ্রাম এ স্টোর করতে পারবেন। এতে কোনো সীমা দেয়া নাই।

যদিও আমরা টেলিগ্রাম এর সার্ভার ব্যবহার করে আমাদের ফাইল ব্যাকআপ রাখবো বাট এই কাজ এর জন্য আমরা Telegram এর বদলে থার্ড পার্টি একটা অ্যাপলিকেশন ইউজ করবো যার নাম হচ্ছে Unlim।

  1. প্রথমে অ্যাপলিকেশনটি ওপেন করলে আপনাকে কিছু তথ্য দেখানো হবে, সেগুলো স্কিপ করবেন।
  2. কান্ট্রি কোড সহ আপনার টেলিগ্রাম একাউন্ট এর ডিটেইলস দিন। আর হ্যাঁ, যদি আগে থেকে একাউন্ট না থাকে তাহলে প্লে স্টোর থেকে আগে টেলিগ্রাম ডাউনলোড করে একটা একাউন্ট করে নিবেন।
  3. এখন আপনি নাম্বার বসিয়ে নেক্সট স্টেপে যাবেন তখন আপনার টেলিগ্রাম অ্যাপে একটা ওটিপি যাবে।

এখানে আপনি যাই জমা করবেন তা সব Telegram এর Saved Message অপশনে আপলোড হবে।

Unlim কেন ব্যবহার করবো

  • আনলিম এর সবচেয়ে বড় সুবিধা হলো এইটার স্পিড।
  • আপনি নরমালি টেলিগ্রামে যদি কোনো ফাইল আপলোড কিংবা ডাউনলোড করেন তাহলে যেমন স্পিড পাবেন তারপেয়ে কয়েক গুণ বেশি স্পিড আপনি এই অ্যাপে পাবেন।
  • তাছাড়া অ্যাপের ইন্টারফেসটা একদম সিম্পল যার কারনে এটা অনেক ইউজার ফ্রেন্ডলি। যার জন্য সবাই এটা সহজেই ইউজ করতে পারবে।

Unlim কিভাবে ডাউনলোড করবেন?

Unlim অ্যাপটি আপনি প্লে স্টোর কিংবা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow