বেকিং সোডায় দূর হবে বগলের কালো দাগ!

বেকিং সোডায় দূর হবে বগলের কালো দাগ!
অনেক নারীরা ইচ্ছে থাকলেও শাড়ী কিংবা জিন্সের সাথে স্লিভলেস ব্লাউস কিংবা স্লিভলেস টপস অথবা কুর্তি পড়তে পারেন না বগলের কালো দাগ৷ এছাড়া ভুল করলে হাত তুলে ফেললে জনসম্মুখে বগলের কালো দাগ নিয়ে লজ্জায় পড়তে হয়৷ তবে বেকিং সোডার সঠিক ব্যবহার আপনাকে দিতে পারে এই ধরনের দাগ থেকে মুক্তি। এক, বেকিং সোডা ও পানিঃ দুই টেবিল চামচ বেকিং সোডা এবং এক টেবিল চামচ পানি মিশিয়ে বগলে লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করে ত্রিশ মিনিট অই অবস্থায় রেখে দিন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই পদ্ধতি প্রয়োগ করলেই ফল পাওয়া যাবে। দুই, বেকিং সোডা ও নারিকেল তেলঃ এক চামচ বেকিং সোডা ও পরিমাণ মত নারিকেল তেল দিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মিশ্রণটি বগলে লাগিয়ে স্ক্রাব করুন কিছুক্ষণ। এরপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এভাবে ঘন পেস্ট তৈরি করে বগলে ব্যবহার করুন। তিন, বেকিং সোডা ও মধুঃ এক চামচ বেকিং সোডার সাথে এক টেবিল চামচ মধু মিক্সড করুন। সাথে কয়েক ফোটা গোলাপ জলও দিতে পারেন। এই পেস্টটি লাগিয়ে ম্যাসাজ করুন এবং ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow