রুপচর্চায় প্রিয়ঙ্কা মাসে কতো খরচ করে জানেন?
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            রুপ কিংবা গুন যেটাই বলি না  কেন, অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া যেকোনো মানেই বেশ উপরের সারিতেই থাকবে। মেধা, মননের পাশাপাশি শারীরিক সৌন্দর্য দিয়েও মুগ্ধ করেছেন তিনি বিশ্ববাসীকে। তবে বলিউড ও হলিউডের এই সফল অভিনেত্রী রুপচর্চায় কতো খরচ করেন জানেন? জানলে হয়তো আপনার চোখ কপালেও উঠতে পারে!
প্রিয়ঙ্কা চোপড়া তার রুপচর্চার  জন্য যে খরচ করেন তা আপনার আমার দুই দিন মাসের মাসিক খরচ থেকেও ঢের বেশি। আন্তর্জাতিক মানের সব স্কিন কেয়ার ও মেকাপ প্রসাধনী ব্যবহারের মাধ্যমে তিনি রুপচর্চায় প্রতি মাসে খরচ করেন লক্ষাধিক টাকা। মাসে প্রায় ৪২ হাজার রুপী  ব্যয় করেন প্রিয়ঙ্কা তার রুপচর্চায়। এছাড়া মেকাপ ও চুলের যত্নে তিনি খরচ করেন ৩৮ হাজার ৪০০ রুপী। যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক ব্রান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম সহ অন্যন্য পণ্য। এছাড়া তিনি যে পারফিউমটি ব্যবহার করেন তার মূল্য ১৩ হাজার রুপী।