এডব্লকার এর মাধ্যমে YouTube Ad Free উপভোগ করুন

এডব্লকার এর মাধ্যমে YouTube Ad Free উপভোগ করতে পারবেন নতুন মেথডে খুব সহজে

এডব্লকার এর মাধ্যমে YouTube Ad Free উপভোগ করুন

এডব্লকার এর মাধ্যমে YouTube Ad Free উপভোগ করুন

আজকের আর্টিকেল এ আমরা জানবো, পিসিতে কিভাবে ইউটিউব এডব্লকার ডিটেকশন কে বাইপাস করা যায়। হ্যাঁ অবশ্যই আমাদের মধ্যে অনেকে আছে যারা হয়তো বিভিন্ন ভাবেই ইউটিউব এডব্লকার ডিটেকশন বাইপাস করে ফেলেছেন। তবে বেশীরভাগই আছে যারা এখনো এই বিষয়টি নিয়ে চিন্তায় আছেন, এবং ইদানীং ইউটিউব এ এতো বেশি অ্যাড আসে যে অ্যাড ব্লকার ছাড়া দেখতে গেলে বিরক্তকর বিষয় হয়ে দাঁড়িয়েছে।

পোস্ট টা মূলত যারা পিসি ইউজ করেন তাদের জন্য, কারণ মোবাইল এর জন্য অনেক মোডেড অ্যাপ রয়েছে, কিন্তু পিসিতে অ্যাড ব্লকার ডিটেকশন এটা চালু করা হয়েছে কিছুদিন হবে।

তো চলুন কাজে নেমে পরি এখনই, How to bypass YouTube ads blocker detection in PC browser :

১.শুরুতেই আপনি আপনার পুরাতন কোনো অ্যাড ব্লকার ব্রাউজার থেকে রিমুভ করে দেন বা ডিসেবল করে ফেলবেন।

২. এরপর uBlock origin এর এক্সটেনশন অপশন এর মধে ক্লিক দিয়ে uBlock Origin এর ড্যাশবোর্ড মেন্যু ওপেন করবেন।

৩. সেখানে Filter lists এ ক্লিক দিয়ে Purge all ক্যাচ এ ক্লিক দিবেন।

৪. তারপর Update Now এ ক্লিক দিবেন:

তারপর কিছুক্ষণ সময় নেয়ার পর দেখবেন আপডেট হয়ে গিয়েছে।

অর্থাৎ আপনার কাজ শেষ এতটুকু করার পর। এখন ইউটিউব এ ঢুকে দেখবেন আপনার ইউটিউব এর অ্যাড ব্লক হয়েছে ও ইন্য কোনো অ্যাড ব্লকার এর ওয়ার্নিং ও দিচ্ছে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow