বিয়ের আসরে বরের অভিনব চুরি, তাজ্জব নেটদুনিয়া (ভিডিও)!
ডিজিটাল এই দুনিয়ায় মুহূর্তের ক্লিকেই আপনার হাতের হাতের মুঠোয় চলে আসে সবকিছু। আবার সোশ্যাল মিডিয়া কিংবা অন্য কোনখানে প্রায়ই আমাদের দৃষ্টিগোচর হয় নানা রকম ছবি, ভিডিও কিংবা অডিও ক্লিপ। যা আমাদের দৈনন্দিন জীবনেও পজিটিভ কিংবা নেগেটিভ প্রভাব ফেলে।
সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যেখানে দেখা গেছে বিয়ের আসরে বরের চুরি। যা নেটিজেনদের মাঝে যুগিয়েছে হাস্যরস। ভাইরাল ওই ভিডিওটি এক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তাদের পেইজে শেয়ার করেছে। ভাইরাল অই ভিডিওতে বিয়ের অনুষ্ঠানে টেবিলে বসে খাবার খাচ্ছেন বর-কনে। কনে হঠাৎ একটু অন্যমনস্ক হলে বর কনের প্লেট থেকে নিয়েছেন পাপড় তাও আবার চুরি করে। কনের প্লেটের দিকে নজর পড়লে প্রথমাবস্থায় না বুঝলে পরে ঠিকই ধরতে পেরে বরের প্লেট থেকে আবারও ছিনিয়ে নেন নিজের প্লেটে থাকা সেই পাপড়টি। বর কনের এই খুনসুটি নজর কেড়েছে নেট দুনিয়ার মানুষদের। অনেকেই শুভেচ্ছা জানানোর পাশাপাশি হাসির নানা রকম কমেন্ট করেছেন।
ভিডিও লিঙ্কঃ https://www.instagram.com/reel/CXqdTNAFfYv/?utm_source=ig_embed&ig_rid=2809b671-596f-4bcd-bc4e-e6d908102f56