টেলিগ্রাম এর এক্সট্রা ফিচার [মেগা পোস্ট]

টেলিগ্রাম হলো অত্যন্ত জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম গুলোর একটি। হোয়াটসঅ্যাপ, মেসেন্জারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দি।এই টেলিগ্রামের বিভিন্ন ক্লায়েন্ট আছে।

টেলিগ্রাম এর এক্সট্রা ফিচার [মেগা পোস্ট]

টেলিগ্রাম হলো অত্যন্ত জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম গুলোর একটি। হোয়াটসঅ্যাপ, মেসেন্জারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দি।এই টেলিগ্রামের বিভিন্ন ক্লায়েন্ট আছে।

টেলিগ্রাম ক্লায়েন্ট জিনিসটা আসলে কি?
টেলিগ্রাম ক্লায়েন্ট বলতে আসলে টেলিগ্রাম এর থার্ড এবং ফাস্ট পার্টি কিছু অ্যাপকেই বোঝায়। হোয়াটসঅ্যাপ, মেসেন্জারের মতো অ্যাপে আমরা ক্লায়েন্ট টাইপ আলাদা কোন অ্যাপ পাই না কারন সেগুলো হলো ক্লোস সোর্স। কিন্তু টেলিগ্রাম হলো একটি ওপেনসোর্স প্লাটফর্ম। ওপেনসোর্স অর্থাৎ এর কোড গুলো উন্মুক্ত, আপনি চাইলে গিটহাবে দেখতে পারবেন।

টেলিগ্রাম ক্লায়েন্ট কেনো ব্যবহার করবেন?
কারন টেলিগ্রাম একটি ওপেনসোর্স অ্যাপ। আর ওপেনসোর্স হওয়াতে এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর কোড গুলো নিয়ে বিভিন্ন ডেভেলপার কাজ করতে পারতেছে। এর ফলে আমরা এর অনেক রকমের ভেরিয়েন্ট পাচ্ছি যেগুলোর একেকটিতে একেক রকমের শুবিধা ও কাস্টমাইজেশন। আর কাস্টমাইজেশন এবং ফিচারই হলো টেলিগ্রাম ক্লায়েন্ট ব্যবহার এর সবচেয়ে বড় কারন।

নিচে বেস্ট কিছু টেলিগ্রাম অ্যাপ এর শর্ট লিস্ট দেখে নেওয়া যাক। এরপরে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

অ্যাপ গুলো হলোঃ
★TelegramX
★Official Telegram
★Plus Messenger
★NekogramX
★Telegraph Messenger.

★TelegramX
এই অ্যাপটি অত্যান্ত সিম্পল ডিজাইনের একটি অ্যাপ। এই অ্যাপ টি ব্যবহারের অন্যতম কারন হলো এটা অনেক ফাস্ট। এর মিনিমাল ডিজাইনের জন্য এটা অনেক দ্রুত কাজ করে। নরমালি টেলিগ্রামে এটাধিক ট্যাব আমরা দেখতে পাই, যেমন All, Personal, Unread আরো বিভিন্ন। কিন্তু এতে মাত্র ২ টা ট্যাব দেখতে পাওয়া যায়, এর একটা হলো “চ্যাট” যেখানে সকল কন্টাক্ট, গ্রুপ, চ্যানেল, বট এগুলো পাওয়া যাবে। আরেকটি হলো “কল” যেখানে কল হিস্টোরি দেখতে পাওয়া যাবে, টেলিগ্রামে আপনি যদি বেশি বেশি কল করে থাকেন তবে এই ফিচারটি অনেক কাজের প্রমানিত হবে। আর এটা একটি ইউনিক ফিচার যা অন্যান্য টেলিগ্রাম ক্লায়েন্ট এ পাওয়া য়ায় না। আবার হয়তো যায়, কারন টেলিগ্রাম ওপেন সোর্স বলে কথা। যাহোক এতে মিউজিক এক্সপেরিয়েন্স এর জন্য মিউজিক প্লেয়ারও আছে। আপনি যদি সিম্পলিস্ট হয়ে থাকেন এত বেশি ফিচার আপনার দরকার না হয়ে থাকে তবে এই অ্যাপটি আপনার জন্য পারফেক্ট হবে। এই অ্যাপটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন।

★Official Telegram
এটি একটি বেস্ট অ্যাপ। অফিসিয়াল টেলিগ্রাম এর সবচেয়ে বড় সুবিধা হলো টেলিগ্রামে নতুন কোন ফিচার আসলে সবার আগে সেটা এখানেই পাওয়া যাবে। তবে এখানেও একটা শর্ত আছে। শর্তটি হলো আপনাকে প্লে স্টোর থেকে অফিসিয়াল টেলিগ্রাম অ্যাপ এর বেটা ভার্সনে জয়েন করতে হবে। অফিসিয়াল টেলিগ্রাম / টেলিগ্রাম বেটা এর সবচেয়ে বড় অসুবিধা হলো এতে আপনি লিমিটেড ফিচার পাবেন সাথে অন্যান্য ক্লায়েন্ট এর মতো অ্যানিমেশন ও এতে নেই। যদিও অফিসিয়াল টেলিগ্রামেও ধিরে ধিরে ফিচার আসতেছে। যেমন রিসেন্টলি ডাউনলোড ম্যানেজার ফিচার এসেছে। অর্থাৎ আপনি যদি বিভিন্ন সোর্স থেকে ফাইল ডাউনলোড করেন তবে সেগুলো যে ডাউনলোড হচ্ছে তা একসাথে দেখতে পারবেন। আবার পজ, রিজুমও করতে পারবেন। টেলিগ্রামে নতুন হলে এই অ্যাপ দিয়েই শুরু করা উচিৎ বলে মনে করি।

★Nekogramx
নেকোগ্রামএক্স এই অ্যাপটিও একটি ওপেন সোর্স অ্যাপ। যদিও এটা প্লে স্টোরে অ্যাভেইলেবল নয়। তবে এটি আপনি সহজেই তাদের গিটহাব রিপোজিটরি অথবা তাদের টেলিগ্রাম চ্যানেল এ পেয়ে যাবেন। এর ডিজাইন ও অ্যানিমেশন অত্যন্ত চমৎকার।

নিকোএক্স এর স্পেশাল ফিচার গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বট কমান্ড ইন্টিগ্রেটিং, আনলিমিটেড অ্যাকাউন্ট একসাথে ব্যবহার করা যাবে। নিকোএক্স এরও নিজস্ব সেটিংস আছে যেটার মাধ্যমে আপনি অন্য মাত্রায় কাস্টমাইজেশন করতে পারবেন। আর এই অ্যাপ অত্যান্ত প্রাইভেসি এবং সিকিউরিটি ফোকাসড। অ্যাকাউন্ট এ লগিন করলেই আপনাকে সিকিউরিটি রিলেটেড বিভিন্ন সাজেশন দেখাবে যা চালু করলে আরো ভালো।

★Telegraph Messenger
এই অ্যাপটিকে আমি বলবো ফিচার্স এ ভরপুর টেলিগ্রাম এর বেস্ট ক্লায়েন্ট। বলা যায় এখানে প্রয়োজন এর থেকেও বেশি ফিচার পাওয়া যাবে।

এর স্পেশাল ফিচার সম্পর্কে আলোচনা করা যাক। আপনি যতগুলো গ্রুপ, চ্যানেলের সাথে যুক্ত আছেন সবার ফাইল যেমন অডিও ভিডিও ইত্যাদি একসাথে দেখতে পারবেন। তবে টাইমলাইন ফিচারটি অনেক ইন্টারেস্টিং। এবং আর কোন ক্লায়েন্টে এমন ফিচার আছে আমার জানা নেই। আপনি যতগুলো চ্যানেল এ যুক্ত আছেন সে সবগুলোর পোস্ট এক সাথে পাওয়া যাবে বিষয়টা আসলেই ইন্টারেস্টিং।

★Plus Messenger
প্লাস মেসেঞ্জার আমার প্রাইমারি টেলিগ্রাম ক্লায়েন্ট অ্যাপ।টেলিগ্রাফ এর পরে সবচেয়ে ফিচারফুল টেলিগ্রাম ক্লায়েন্ট এটাই। এবং এতে কোন অ্যাডস নেই।

প্লাস মেসেঞ্জার এর আছে নিজস্ব থিম অ্যাপ। Theme for Plus Messenger নামের অফিসিয়াল অ্যাপ টিতে আছে অসংখ্য থিম।

স্পেশাল ফিচারের মধ্যে অন্যতম হলো প্লাস সেটিংস। এটা টেলিগ্রাম এর মুল সেটিংস এর বাইরে আলাদা একটা সেটিংস। যা প্লাস কে কাস্টমাইজ করার জন্য ব্যবহার করা যাবে। প্লাস সেটিংস এ প্রায় ১০০ এরও বেশি টোগল/অপশন আছে যেগুলো কাস্টমাইজ করে অন্য মাত্রায় নিয়ে যেতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow