ফোনের SAR ভ্যালু কি? এর সুবিধা বা অসুবিধা কি??

ফোনের SAR ভ্যালু কি? এর সুবিধা বা অসুবিধা কি??

একটি ডিভাইস কী পরিমাণ রেডিয়েশন নিঃসরণ করে তা জানা বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই ক্ষেত্রে SAR Value নামে একটি মেট্রিক ব্যাপকভাবে ব্যবহৃত হয়।প্রযুক্তি বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আমরা যেখানেই থাকিনা কেনো, বর্তমানে চারপাশে ইলেকট্রনিক ডিভাইসের ছড়াছড়ি। প্রতিদিন আমরা কি পরিমাণ ডিভাইসের সংস্পর্শে আসি, তা হয়ত আমাদের নিজেরও জানা নেই। এসব ইলেক্ট্রনিক ডিভাইস কিন্তু ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ে। লম্বা সময় ধরে অধিক পরিমাণে রেডিয়েশনের সংস্পর্শে থাকার অনেক ক্ষতিকারক দিক রয়েছে

*ফোনের SAR value কি?
Specific Absorption Rate কে সংক্ষেপে বলা হয় SAR Value, যা দ্বারা কোনো উৎস থেকে আমাদের শরীর দ্বারা গ্রহণ করা Radio Frequency (RF) energy absorption এর হারের পরিমাণকে বুঝায়। ওয়্যারলেস ডিভাইসের রেডিও ফ্রিকুয়েন্সি এক্সপোজার এর বৈশিষ্ট্য পরিমাপের সহজ সুবিধা প্রদান করে SAR Value যা FCC দ্বারা প্রণিত সেফটি গাইডলাইন অনুসরণ করে।যেহেতু ওয়্যারলেস ডিভাইস ও প্রযুক্তির ব্যবহার দিনদিন বেড়েই চলেছে, তাই SAR Value সম্পর্কে সবার জানা জরুরি। এই পোস্টের উদ্দেশ্য হচ্ছে আপনাকে সার ভ্যালু বা SAR Value সম্পর্কে সাধারণ সহজ-সরল ধারণা দেওয়া। এটা কোনো টেকনিক্যাল বা হেলথ সম্পর্কিত আর্টিকেল না। আমরা এই পোস্ট পরে আরও আপডেট করার প্রত্যাশা রাখছি। আর বর্তমানে স্বীকৃত নির্মাতা কর্তৃক যেসব ফোন বাজারে পাওয়া যায় সেগুলো SAR এর নিরাপত্তা গাইডলাইন মেনেই তৈরি করা হচ্ছে বলেই জানা যাচ্ছে।

*SAR Value এর সুবিধা/অসুবিধা
SAR Value দ্বারা কোনো ডিভাইস থেকে নিঃসরিত ইলেক্ট্রোম্যাগনেটিক ফ্রিকুয়েন্সি নিঃসরিত এনার্জি আমাদের শরীর দ্বারা গ্রহণের পরিমাণকে বুঝায়। মূলত প্রযুক্তির উন্নতি সাধনে ডিভাইসগুলোতে ইলেক্ট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হচ্ছে। ফোনগুলো নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার জন্য এই রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জি ব্যবহার করছে। তাই এটা না হলে ফোনগুলো নেটওয়ার্কে যুক্ত হতে পারবেনা। আবার SAR অতিরিক্ত মাত্রার হলে এর ফলে আমাদের শরীর বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। অর্থাৎ প্রযুক্তি যে আমাদের জন্য আশীর্বাদ ও অভিশাপ, উভয়ই তা বুঝা যায় এই SAR value সম্পর্কে আলোচনা থেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow