বিনিময়” বাংলাদেশ ব্যাংকিং সিস্টেমর নতুন সংযোজন যার মাধ্যমে ব্যাংকিং লেনদেন হবে আরো সহজে।
বিকাশ থেকে রকেটে, টাকা যাবে নিমেষে। এমন দিন শিগগির আসছে সামনে। শুধু বিকাশ-রকেটেল এর মতো মোবাইল এ আর্থিক সেবা (এমএফএস) নয়, যেকোনো ব্যাংক থেকে এমএফএসে বা এমএফএস থেকে ব্যাংকে তাৎক্ষণিক টাকা স্থানান্তর এর সুযোগ চালু হচ্ছে শীঘ্রই।
বিনিময়” বাংলাদেশ ব্যাংকিং সিস্টেমর নতুন সংযোজন যার মাধ্যমে ব্যাংকিং লেনদেন হবে আরো সহজে।
ইতিমধ্যেই অনেক প্রতিষ্ঠান তাদের মোবাইল এপ্লিকেশন ‘বিনিময়’ সেবা টি চালু করে দিয়েছে। তো চলুন শুরুতেই জেনে নেই বিনিময় সম্পর্কে বিস্তারিত এবং শেষের দিকে এর সকল প্রসিডিওর সম্পর্কে।
বিনিময় কি
ভারত এর ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস এর (ইউপিআই) আদলেই হচ্ছে দেশের ইন্টার অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম (আইডিটিপি), যা বিনিময় নামে পরিচিত।
বিকাশ থেকে রকেটে, টাকা যাবে নিমেষে। এমন দিন শিগগির আসছে সামনে। শুধু বিকাশ-রকেটেল এর মতো মোবাইল এ আর্থিক সেবা (এমএফএস) নয়, যেকোনো ব্যাংক থেকে এমএফএসে বা এমএফএস থেকে ব্যাংকে তাৎক্ষণিক টাকা স্থানান্তর এর সুযোগ চালু হচ্ছে শীঘ্রই।
বিনিময় এর এপ্লিকেশন বা ওয়েবসাইট আছে?
আপাতত বিনিময় এর কোনো এপ্স কিংবা ওয়েবসাইট নেই, নির্দিষ্ট ব্যাংক এর এপ্লিকেশনে এই সার্ভিসটি পেয়ে যাবেন। তবে ভবিষ্যতে বিনিময় এর সেবা বাড়বে এবং ওয়েবসাইট ও এপ্লিকেশন আসবে, এমনটাই সংবাদমাধ্যম গুলো জানিয়েছে।
বর্তমানে বিনিময় সেবা কারা দিবে?
এখনই সব ব্যাংক, এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ‘বিনিময়ে’ এর সাথে যুক্ত হচ্ছে না। আপাতত সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, পূবালী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ডাচ্–বাংলা ব্যাংক এ সেবায় যুক্ত হচ্ছে। এ ছাড়াও এমএফএসে হিসেবে থাকছে বিকাশ ও রকেট। এ ছাড়া পিএসপি হিসেবে যোগ হচ্ছে প্রগতি সিস্টেমের টালিপে। ধীরে ধীরে সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস ও পিএসপি এই সার্ভিসে যুক্ত হবে।
বিনিময় কিভাবে কাজ করবে?
বিনিময় ইউজ করার জন্যে অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট একাউন্ট এর এপ্স থেকে একটি বিনিময় একাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, অর্থাৎ বিকাশ থেকে রকেট এ টাকা সেন্ড করতে হলে দুটি বিনিময় একাউন্ট লাগবে, একটি বিনিময় একাউন্ট খুলতে হবে বিকাশে, অন্যটি রকেটে। তারপর আপনি বিনিময় আইডি ব্যবহার করে টাকা সেন্ড করতে পারবেন।
চার্জ কত কাটবে?
যদিও নিউজে বলা আছে, এখন বিনিময়ে কোনো চার্জ কাটবেনা, আমি পরীক্ষামূলক ভাবে বিকাশ থেকে ইসলামি ব্যাংক এ সেন্ড করে দেখলাম ১% চার্জ নিয়েছে। এখন সত্যিই চার্জ ছাড়া হবে কিনা আমার জানা নাই।
টাকা সেন্ড করার নিয়ম
(১) প্রথমে বিকাশ এপ্সটি ওপেন করুন, এবং নিচে স্ক্রল করে অন্যান্য সার্ভিসে চলে যান ওখানে বিনিময় অপশন দেখতে পারবেন।
(২) ভেতরে ঢুকে একটি একাউন্ট ক্রিয়েট করে নিন যাবতীয় তথ্য দিয়ে। আমার ই-টিন নাম্বার ছিল না তাই সব গুলো ১ দিয়েছিলাম, কাজ হয়েছে।
(৩) ব্যস এখন আপনার বিনিময় এর ইউজার আইডি খোলার প্রসেস শেষ, মনে রাখবেন প্রতিটা MFS অথবা ব্যাংক একাউন্ট এর জন্যে আলাদা আলাদা বিনিময় আইডি খুলে নিতে হবে।
(৪) সেলফিনে ঢুকে ফান্ড ট্রান্সফার অপশন থেকে ইসলামি ব্যাংক এর জন্যে একটি বিনিময় একাউন্ট খুলে নিতে হবে।
(৫) এবার বিকাশ এপ এ আবার বিনিময় অপশনে যেতে হবে।
☞ “বিনিময়” সেবা টি অফিশিয়াল ভাবে উদ্ভোদন হবে ১৩ই নভেম্বর, হয়তো তখন আরো কিছু পরিবর্তন আসতে পারে।
What's Your Reaction?