প্রকাশ্যে অভিষেককে শাসন করলো ঐশ্বরিয়া, মাথা নিচু করে হজম করলো ছোট বচ্চন!

মতের অমিল হলেই কি অভিষেক বচ্চনকে চোখ রাঙান ঐশ্বরিয়া রাই? সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও যেন তারই ইঙ্গিত দিল।

প্রকাশ্যে অভিষেককে শাসন করলো ঐশ্বরিয়া, মাথা নিচু করে হজম করলো ছোট বচ্চন!

মতের অমিল হলেই কি অভিষেক বচ্চনকে চোখ রাঙান ঐশ্বরিয়া রাই? সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও যেন তারই ইঙ্গিত দিল।

ভাইরাল হওয়া ঐ ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে ছোট বি-কে চোথ রাঙাচ্ছেন ঐশ্বরিয়া রাই! অভিষেকও মাথা নিচু করে হজম করছেন বকুনি। শুধুই অভিষেক নয়, মামাকে সামলাতে গিয়ে ধমক খেয়েছেন ভাগ্নী নভ্যা নভেলি নন্দাও। এর আগে বচ্চনবধূকে কখনো জোরে কথা বলতে কেউ না শুনলেও তার এই রুপ আসতেই নেটিজেনদের মাঝে শুরু হয়েছে নানা আলোচনা-গুঞ্জন। সবার একটাই প্রশ্ন, বাড়িতে এভাবেই তাহলে ঐশ্বরিয়া রাই হাতের মুঠোয় রাখেন অভিষেক বচ্চনকে?

উল্লেখ্য, কিছুদিন ধরেই ঐশ্বরিয়া-অভিষেক বিচ্ছেদ গুঞ্জনে বলিউডের বাতাস ভারী। তার মাঝে ভাইরাল এই ভিডিও যেন আরও বেশি ধোয়াশা তৈরি করলো। অভিষেক বচ্চনের কাবাডি দল 'জয়পুর পিংক প্যান্থারস'র খেলা ছিল। খেলা চলাকালীন ঐশ্বরিয়া অভিষেককে ডেকে কিছু বলেন। উত্তরে অভিষেক হাত ধরে তাকে কিছু বোঝাতে চান। কিন্তু বেজায় ক্ষেপে যান রাই সুন্দরী। তিনি রীতিমত চোখ গোল করে বিরক্তি প্রকাশ করেন। চুপ হয়ে যান ছোট বি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow