টাইগার থ্রি রিভিউ
দীপাবলির দিনে মুক্তি পেতে চলেছে সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত বহু প্রতীক্ষিত ‘টাইগার থ্রি’। তার ঠিক দিন চারেক আগেই এই ছবির প্রথম রিভিউ প্রকাশ্যে এল
টাইগার থ্রি রিভিউ
দীপাবলির দিনে মুক্তি পেতে চলেছে সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত বহু প্রতীক্ষিত ‘টাইগার থ্রি’। তার ঠিক দিন চারেক আগেই এই ছবির প্রথম রিভিউ প্রকাশ্যে এল। টাইগার ৩ হল একজন ভারতীয় এজেন্ট এবং প্রাক্তন পাকিস্তানি গুপ্তচরের গল্প। ভারতীয় এজেন্ট এখন বিশ্বাসঘাতকতার অভিযোগের মুখোমুখি, তাঁর ছেলের জীবন বিপন্ন এবং তাঁর স্ত্রী উভয়কে ও দেশকে বাঁচানোর ভার নিয়েছে। খলনায়ক আতীশ রহমানের চরিত্রে ইমরান হাশমি। সে ISI-এর প্রাক্তন ডেপুটি ডিরেক্টর যে তাঁর স্ত্রীর ও তাঁদের আসন্ন সন্তানের মর্মান্তিক খুনের বদলা নিতে চায়। কিছু পুরনো ক্ষত, যাতে প্রলেপ দেওয়া প্রয়োজন। এক থা টাইগার' ও 'টাইগার জিন্দা হ্যায়' ছবির থেকে তৃতীয় সংস্করণ অনেক বেশ আকর্ষণীয় এবং অন্তহীন ফ্ল্যাশব্যাক দৃশ্য থাকা সত্ত্বেও দর্শক ধরে রাখার ক্ষমতা রাখে এই ছবি। এমনকী, এটা বলা একেবারেই অত্যুক্তি হবে না যে সলমন খান বারবার তাঁর অনুরাগীদের টাইগার ফ্র্যাঞ্চাইজি দিয়ে মন ভরিয়েছেন। এবারেও যে আশা তৈরি হয়েছিল সেই মাত্রা ছুঁয়েছেন তিনি। দীপাবলির দিন বেশ সকালের শোতেও ফুলহাউজ থাকা, তাঁকে ঘিরে উন্মাদনার উদাহরণ বটে, কিন্তু ফিল্মটির পারফর্ম্যান্স কেমন তা অনুমান করা যায় একই পরিমাণ ভিড় থেকে বেরিয়ে আসা কন্টেন্ট অনুভব করে। তবে ভুল করবেন না, এই ছবিতে একাধিক অপ্রয়োজনীয় খামতি, ভয়ঙ্কর অ্যাকশন ও বাস্তবের থেকে বড় করে দেখানো 'সোয়্যাগ' রয়েছে। যদিও, তা সত্ত্বেও এই ছবি হচ্ছে মূলধারার স্পাই থ্রিলারের উপাদানে ভরা প্যাকেজ, নির্দিষ্টভাবে বললে যা দিয়ে YRF স্পাই থ্রিলার তৈরি হয়, এবং সেই কারণে অতিরঞ্জিত একাধিক জিনিস মেনে নিতে হয়। প্রথম দুই চ্যাপ্টারে গল্পের রোম্যান্টিক প্লটলাইন অনেকটা বেশি প্রাধান্য পেয়েছিল। কবীর খান পরিচালিত এক থা টাইগার' ছবিতে RAW ও ISI এজেন্টের মধ্যে প্রেমকাহিনি দর্শকের মন জয় করতে সাহায্য করেছিল বিপুল। সিক্যুয়েল ছবিতে টাইগার ও জোয়াকে এক বিবাহিত দম্পতি হিসেবে দেখানো হয়। তাঁদের এক ছেলে আছে। তাঁরা ফের এক মিশনে বের হয়। তবে 'টাইগার ৩'-এর গল্প পুরোটাই ইমরান হাশমিকে কেন্দ্র করে আবর্তিত, যে পুরনো এক শত্রু এবং এখন সে প্রতিশোধের জন্য হিংস্র এবং রক্তপাতের জন্য আগ্রহী। সবকিছুর থেকে বেশি, এই ছবিটি গুপ্তচরদের জীবনের জটিলতার পাশাপাশি কর্তব্য এবং মর্যাদাকে ফুটিয়ে তুলেছে। তাঁদের জীবন, কর্তব্য এবং সম্মানের জটিলতার উপর আরও বেশি করে ফোকাস করেছে। এই পর্বে, সলমন খানের সিনেমাটি অপ্রত্যাশিতভাবে আরও স্পর্শকাতর এবং অন্তরঙ্গ হয়ে ওঠে। টাইগারথ্রি হল অ্যাকশনে ভরপুর এক দুর্দান্ত থ্রিলার, যা প্রায় পুরো বিষয়টাকেই তুলে ধরেছে। আর এর সঙ্গে অবশ্যই রয়েছে শক্তিশালী অভিনেতা-অভিনেত্রীদের নিখুঁত পারফরম্যান্স। এক সলমন ভক্ত লিখেছেন, ‘গায়ের রোম খাড়া করে দিয়েছে। নিসন্দেহে সলমনের কেরিয়ারের বেস্ট পারফরমেন্স। ক্লাইম্যাক্সের লড়াই ভয়ঙ্কর। দুর্দান্ত সম্পাদনা। হলিউডের লেভেলের সিনেমা হয়েছে।’ আরেক সলমন ভক্ত লিখলেন এইমাত্র Tiger 3 দেখেছি। এটি বছরের সেরা চলচ্চিত্র। পাঠানের চেয়ে যে কোন দিক থেকে ভালো। আপনি এটিকে একটা মাস্টারপিস বলতে পারেন। Salman Khan বলিউডের মেরুদণ্ড। প্রথমদিনই এই ছবি বক্স অফিসে ৪৪.৫০ কোটি টাকা ঘরে তুলেছে। সোমবার দ্বিতীয় দিনে ৫৯ কোটি টাকা আয় করেছে সলমনের ছবি। তৃতীয় দিনে সেই তুলনায় য় কমলেও মোটের উপর ভালোই ব্যবসা করে ৪২ কোটি টাকা আয় করেছে। ফলে মাত্র তিনদিনে এই ছবি ১৪৬ কোটি টাকা তুলে ফেলেছে।
What's Your Reaction?