মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাসের “জুতা চরণ বাবু’’
আলিফ খুব গরীব ঘরের মেধাবী সন্তান, উচ্চ শিক্ষিত। ভাগ্য গুনে বয়স প্রায় শেষ হয়ে এলেও কোন চাকরি জোটাতে পারে নি আলিফ। শিক্ষিত সমাজের মানুষ হওয়ায় কোন রকম ছোট কাজও করতে পারে না সে। কিংবা দিনমজুরের কাজ করলে সমালোচক মহলে নিন্দিত হয়েছে। আঙ্গুল তুলে কেউ অবজ্ঞা করেছে কিংবা হেঁসেছে। তাই মান সম্মান বাঁচাতে এবং মা-বাবার হাসিমুখ দেখতে আলিফ রওনা হয় ঢাকা শহরের পথে। কিন্তু ঢাকা গিয়ে তার কি হয়? কিংবা আলিফই কি এই জুতা চরণ বাবু? জানতে হলে দেখতে হবে মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাসের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম “জুতা চরণ বাবু’’। নাটকটিতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল,সারিকা সাবরিন,সিরাজুল ইসলাম,মিলি বাসার,মুনতাহা এমিলা,ডঃ হিরা,লিটন খন্দকার,অনিক হুমায়ন,জি সি রাজিব,খলিল,আকাশ ও তন্ময়। টেলিফিল্মটি দেখতে চোখ রাখুন ৫ ই ফেব্রুয়ারী বিকাল ৩ টা ৫ মিনিটে চ্যানেল আইতে।