ইনস্টাগ্রামে কোন কন্টেন্ট দেখবেন ঠিক করুন নিজেই
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            জনপ্রিয় সব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ইনস্টাগ্রাম অন্যতম। ব্যবহারকারীদের সুবিধার্থে ইনস্টাগ্রামে নতুন ফিচার এনেছে মেটা কর্তৃপক্ষ। নতুন এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা কি দেখতে চান্ন এবং কি চান না তা নিজ থেকেই নির্ধারণ করতে পারবেন।
নতুন এই ফিচারটির নাম দেয়া হয়েছে সেনসিটিভ কন্টেন্ট কন্ট্রোল ফিচার। সেনসিটিভ কন্টেন্ট নিয়ন্ত্রণে এর মধ্যে থাকতে পারে ইনস্টাগ্রামে সার্চ অপশন, রিলস, ব্যবহারকারীর ফলোকৃত একাউন্ট, হ্যাসট্যাগ পেজ সহ আরও অনেক কিছু। নতুন এই আপডেট আগামী সপ্তাহ থেকেই পেতে শুরু করবেন ব্যবহারকারীরা।
নতুন ফিচারে তিনটি অপশনের মধ্যে স্টান্ডার্ড অপশনটি থাকবে বাই ডিফল্ট। যার ফলে এই অপশনে সেনসিটিভ কন্টেন্ট দেখা যাবে না। তবে মোর অপশনে ক্লিক করলেই ব্যবহারকারীরা সেনসিটিভ কন্টেন্ট দেখতে পারবেন। যাদের বয়স ১৮'র কম, তারা মোর অপশুনে ক্লিক করতে পারবেন না।