অফিসে দ্রুত প্রমোশন পেতে চাইলে যা করবেন
কর্মক্ষেত্রে প্রমোশন বা পদন্নোতি পাওয়ার মানে হচ্ছে আপনি ওই প্রতিষ্ঠানের হয়ে পর্যাপ্ত অবদান রাখছেন। আপনার কাজের প্রতি উৎসাহ দিতেই প্রতিষ্ঠান আপনার পদমর্যাদা ও বেতন উভয়ই বৃদ্ধি করবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় দীর্ঘদিন অতিক্রম করলেও প্রমোশন পাচ্ছেন না। তাদের জন্য টিপস হলো,
এক, অফিসের বড় প্রজেক্টে নিজেকে যুক্ত করুন।বিশেষ সব কাজ এ নিজেকে উপস্থাপন করুন। যাতে দক্ষতা বাড়ার পাশাপাশি আপনি কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন৷
দুই, যারা অফিসে প্রমোশন পাচ্ছেন তাদের কার্যপদ্ধতির দিকে খেয়াল রাখুন। বুঝতে চেষ্টা করুন তারা ঠিক কি কারণে এবং কি ধরনের অবদানের মাধ্যমে প্রমোশন পেলেন।
তিন, আপনার ক্যারিয়ার আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার আকাঙ্খা রয়েছে তা আপনার অফিস বসকে বুঝতে দিন। আপনার কাজ কিভাবে কোম্পানির হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তা পেশাগত পদ্ধতিতে বসকে বুঝিয়ে দিন।