কোন রাস্তায় কত খরচ জানাবে গুগল ম্যাপ
 
                                                                                                    স্মার্টফোনের এই যুগে গুগল ম্যাপ ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। মানুষের চলার পথে জীবন আরও বেশি সহজ করতে গুগল ম্যাপের ভূমিকা অতুলনীয়৷
অবস্থান, দুরত্ব কিংবা সময় এমনকি গুগল ম্যাপের মাধ্যমে জানা যায় গন্তব্যে যাওয়ার রাস্তা সংখ্যাও। সাম্প্রতিক সময়ে নতুন আরও একটি ফিচার এই অ্যাপে যুক্ত করেছে গুগল কোম্পানি৷ নতুন এই ফিচারে কোন রাস্তায় কতো টাকা টোল হবে তাও জানিয়ে দিবে গুগল কর্তৃপক্ষ। গুগলের পক্ষ থেকে এক কমিউনিটি পোস্টে জানানো হয়, কোন রাস্তায় কতো টাকা টোল এবং বিনা টাকায় যে রাস্তা ব্যবহার করা যাবে সবই নতুন ফিচারে জানাবে গুগল ম্যাপ৷ আবার আপনি চাইলে টোল প্লাজা থেকে দূরত্ব বজায় রেখে বিনামূল্যে রাস্তা ব্যবহার করে যাতায়াত করতে পারবেন৷ অর্থাৎ ব্যবহারকারীদের জন্য সেই অপশনও রাখা হয়েছে গুগল ম্যাপে।What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                     
	                                             
	                                             
	                                             
	                             
	                             
	                             
	                             
	                             
	 
	 
	 
	 
	