এই ব্যক্তি সাপের জীবন বাঁচাতে নিজের জীবন বাজি রাখলেন! [ভিডিও সহ]

এই ব্যক্তি সাপের জীবন বাঁচাতে নিজের জীবন বাজি রাখলেন! [ভিডিও সহ]

এই ব্যক্তি সাপের জীবন বাঁচাতে নিজের জীবন বাজি রাখলেন! [ভিডিও সহ]

সাপ, এই নামটা শুনলেই আমাদের কেমন যেনো গায়ে কাটা দিয়ে ওঠে! আর তা যদি কোবরার মতও বিষধর সাপ হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। আর হ্যাঁ, এই ভয়টাও আবার সকলের জন্যও প্রযোজ্য নয়। কারণ, অনেকেই আছেন যারা সাপ বেশ ভালোবাসেন। এমনকি সাপকেও পোষ মানাতে পছন্দ করেন কিছু মানুষ। সাপ নিয়ে এমন কিছু কাজ করে বসেন, যেখানে নিজেদের জীবনের ঝুকি পর্যন্ত হয়ে যায়। এবারে এমনই এক কাজ করলেন ভারতের এক ব্যক্তি। কোবরা সাপের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনকেই একপ্রকার সঙ্কটের মধ্যে ফেলে দেন তিনি।   জানা যায়, ছত্তিসগঢ়ের এক অঞ্চলে প্রায় ১০ ফুট লম্বা এক সাপ একটি বাসায় ঢুকে যায়। এত বড় সাপ দেখে ওই বাড়ির লোক সহ প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়। সাপটিকে সেখান থেকে উদ্ধার করার জন্য ডাক পড়ে স্নেহাশিস (Snehashish ) নামের ওই ব্যক্তির। স্নেহাশিস তাঁর উদ্ধারকারী দল নিয়ে তাড়াহুড়ো করে ঐ বাড়িতে হাজির হন। এরপর সাপটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় এক খোলা জায়গায়। প্রায় ৮ - ১০ ফুট লম্বা ঐ কোবরা সাপটি দেখে একেবারেই স্তম্ভিত হয়ে যায় স্থানীয়রা।   এই ঘটনায় ভিডিও দিয়ে নেটদুনিয়া ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে। যেখানে স্নেহাশিসকে একটি পাইপ এর সাহায্যে সেই সাপের মুখে বাতাস দিতে দেখা যায়।   উদ্ধার করবার পর স্নেহাশিস যখন সাপটিকে মাটিতে রাখে, সেখানে দেখা যায় যে, ঐ কোবরার দেহে সে ভাবে কোনো গতি নেই। সে কেমন যেন মুষড়ে পড়েছে। তিনি বুঝতে পারলেন যে সাপটির অক্সিজেন গ্রহণে কোনো রকম সমস্যা হচ্ছে। ঠিক তখনই নিজের জীবনের এক রকমের ঝুঁকি নিয়েই কোবরার মুখে একটি পাইপের এক প্রান্ত ঢুকিয়ে অপর প্রান্ত দিয়ে নিজেই বাতাস দিতে থাকেন স্নেহাশিস। এরপর কয়েক মুহূর্ত পরেই সাপটির শরীরে গতি অনুভব করা হয়। একটু সুস্থ হয়ার পরেই বন অঞ্চলে কোবরাকে নিরাপদে ছেড়ে দিয়ে আসেন স্নেহাশিস। এক বিষাক্ত সাপের জীবন বাচাতে গিয়ে নিজের জীবনের রিস্ক নিয়ে মানবতার এক বিশেষ রূপকে যেন সেখানে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এই ঘটনার পরপরই তাঁর প্রশংসা করেন স্থানীয়রা। ভিডিওটি দেখুনঃ Original Copyright: https://hindi.news18.com/ স্নেহাশিস সাপের প্রতি যে স্নেহ দেখিয়েন তা প্রশংসনীয় বটে, কিন্তু সেই সময় যদি সাপটি তাঁকে আক্রমণ করতো তবে তাঁর প্রাণহানির ঘটনাও ঘটতে পারত। ইতিমধ্যই পুরো ঘটনার ভিডিও ইন্টারনেট ভাইরাল হয়ে আছে এবং নিজের জীবন উৎসর্গ করেই সাপের জীবন বাঁচাতে স্নেহাশিসের এই কাজটিও ব্যপক প্রশংসা পাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow