'সিনপাট রিভিউ': নির্মাতা সহজ গল্পই বললেন দারুন এক্সিকিউশনে।

গল্পের শক্তির জায়গায় হয়তো প্রবল ঢেউয়ে নৌকা দুলতে পারে তবে পারফরম্যান্স আর মেকিংয়ের হাল সেটিকে বিপদে ফেলে নি। সোহেল, ফাজু, দুরু আপা চরিত্রগুলো অন্তত আমার সাথে থেকে যাবে অনেকদিন।

'সিনপাট রিভিউ': নির্মাতা সহজ গল্পই বললেন দারুন এক্সিকিউশনে।

'সিনপাট' কি 'শাটিকাপ' থেকে ভাল, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই চাচ্ছি না। স্ট্যান্ড এলোন হিসাবে 'র' জনরায় নির্মাতা তাওকীর শাইকের বেশ পরিণত কাজ এটি, বলাই যায়। গল্পের শক্তির জায়গায় হয়তো প্রবল ঢেউয়ে নৌকা দুলতে পারে তবে পারফরম্যান্স আর মেকিংয়ের হাল সেটিকে বিপদে ফেলে নি। সোহেল, ফাজু, দুরু আপা চরিত্রগুলো অন্তত আমার সাথে থেকে যাবে অনেকদিন। 'আনকোরা' অভিনয়শিল্পী বলে 'শাটিকাপ' এ যাদের মার্ক করা হয়েছিলো, তারা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন - দরজা জানালা খোলা ঘরে কতটা হাওয়া বাতাস বইয়ে দেয়া যায়।

'সিনপাট' হলো এক্সপেক্টেড এক্সিডেন্ট মানে যে দুর্ঘটনা হবারই ছিল। সিরিজের শুরু থেকে সোহেল আর ফাজুর কর্মকাণ্ড যে কেউ দেখলে বুঝবে, এরা আজ বা কাল ফাঁসবেই। কিন্তু এদের অপরাধের নেশা, জীবনযাপন, মানবেতর গল্প কিংবা হারানো প্রেম, আত্মীয়তা মিলেমিশে 'সিনপাট' অতীব আবেগীয় ঘটনার জন্ম দিলো। না হলে সোহেল আর ফাজুর নির্ভরশীলতা, হাবিবুল বাশারের স্বার্থভরা তাড়িয়ে বেড়ানো, বাপের বাড়িতে গিয়ে দুরু আপার আক্ষেপ বা রুমার জমানো টাকা নিয়ে শেষবার তাকানো সোহেলের চোখে কেন আমরা এভাবে গলে যাব! আঞ্চলিকতা বাধা না বরং সহজাত - 'সিনপাট' এটিই মনে করালো।

গল্পটা খুব জমাট বা অনন্য সাধারণ না। নির্মাতা খুব সচেতনভাবেই সহজ গল্পই বললেন দারুন এক্সিকিউশনে। একেবারে নিচুস্তরের মানুষ যাদের আমরা ভয় পাই, এড়িয়ে চলি তারাই এখানে মূল চরিত্র। সোহেল জেলে যাওয়া আসামী বাবুর খালাতো ভাই। ভাই জেলে যাবার পর তালা খোলার মাস্টার, বাসের কন্ডাক্টর ফাজুকে নিয়ে করতে থাকে একের পর এক অপরাধ। স্বামীকে ছাড়ানোর তাগিদে তাদের সাথে যোগ দেয় দুরু। জীবনের তাগিদে অপরাধ তাদের অন্ধকারের কোন চূড়ায় নিয়ে যায় তাই 'সিনপাট'!

সোহেল শেখ, রিফাত বিন মানিক, বিশেষ করে জিন্নাত আরা দুর্দান্ত কাজ করেছেন। প্রতিটা সাপোর্টিং এক্টর যেন তাওকীরের ক্যামেরার মতই চঞ্চল, সহজাত। ভাল পরিশ্রম গেছে শট ডিভিশনে বোঝা যায়। তবে ১৬০ মিনিটকে হয়তো আরো কাটছাট করা যেত। পরবর্তী কাজের জন্য পুরো টিমকে আগাম শুভাশিস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow