আর লুকিয়ে কিনতে হবেনা ব্রা-প্যান্টি, অন্তর্বাস বেচেই ৭৫০ কোটি টাকার মালিক এই মহিলা
আমাদের সমাজে অন্তর্বাস নিয়ে খোলামেলা আলোচনা এখনো করা হয় না। মহিলাদের অন্তর্বাস নিয়ে তো আরোই কড়া গোপনীয়তা। যেখানে ব্রা-প্যান্টি নিয়ে আলোচনাই প্রায় নিষিদ্ধ আর সেখানে দোকানে গিয়ে নিজেদের পছন্দ এর অন্তর্বাস বেছে নেয়াটা মহিলাদের পক্ষে কতটা কঠিন, তা কল্পনা করাও নিশ্চয়ই কঠিন নয়।
আর লুকিয়ে কিনতে হবেনা ব্রা-প্যান্টি, অন্তর্বাস বেচেই ৭৫০ কোটি টাকার মালিক এই মহিলা
মহিলাদের প্রায় গোপনে নিষিদ্ধ কাজ করার মতোন করে অন্তর্বাস কিনতে হয়। অন্তর্বাসের নকশা, রঙ - ইত্যাদির মতো বিষয় নিয়ে কথা বলার সুযোগই থাকেনা না। মহিলাদের অন্তর্বাস কেনার এই অভিজ্ঞতা বদলে দিচ্ছেন এখন রিচা কর।
আমাদের সমাজে অন্তর্বাস নিয়ে খোলামেলা আলোচনা এখনো করা হয় না। মহিলাদের অন্তর্বাস নিয়ে তো আরোই কড়া গোপনীয়তা। যেখানে ব্রা-প্যান্টি নিয়ে আলোচনাই প্রায় নিষিদ্ধ আর সেখানে দোকানে গিয়ে নিজেদের পছন্দ এর অন্তর্বাস বেছে নেয়াটা মহিলাদের পক্ষে কতটা কঠিন, তা কল্পনা করাও নিশ্চয়ই কঠিন নয়। একসময় মহিলাদের যেখানে অন্তর্বাস কিনতে যেখানে লজ্জা-সঙ্কোচের মোকাবিলা করতে হতো, সেখানে এক মহিলা শিল্পপতি হয়ে গড়ে তুলেছেন অনলাইনে মহিলাদের অন্তর্বাস কেনার প্ল্যাটফর্ম, ‘জিভামে’। আর এই বিজেন্স এ তিনি এতটাই সফল হয়েছে যে ২০২০ সালে জিভামে সংস্থাকে অধিগ্রহণ করেছে রিলায়েন্স রিটেইলস নামের রক জায়ান্ট কোম্পানি। বর্তমানে রিচা ৭৪৯ কোটি টাকার মালিক।
শুরুর দিকে অন্তর্বাস তৈরি করলেও, পরবর্তী সময় জনপ্রিয়তা বাড়তে থাকায়, জিভামে মহিলাদের পোশাক, ফিটনেস এর পোশাক, ঘুম এর পোশাক তৈরি করাও শুরু করেছে। কাস্টমারদের প্রতিক্রিয়াকে অগ্রাধিকার দিয়ে দাম এবং গুণমান এর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন রিচা।
What's Your Reaction?