সঙ্গমের শব্দে ঘুম কাড়ছে প্রতিবেশীদের, জানালেন চিঠির মাধ্যমে!

সঙ্গমের শব্দে ঘুম কাড়ছে প্রতিবেশীদের, জানালেন চিঠির মাধ্যমে!

সঙ্গমের শব্দে ঘুম কাড়ছে প্রতিবেশীদের, জানালেন চিঠির মাধ্যমে!

একেতো সঙ্গম আবার সাথে তাতে আওয়াজ! তাও নাকি পৌঁছাচ্ছে প্রতিবেশীদের কানে। ভাবুন তো! যদিও ঠিক এমন ঘটনাই ঘটেছিলো বেশ কয়েক বছর আগে । আবারো একটি ঘটনায় ফের চমকে উঠল নেট দুনিয়া। সম্প্রতি টুইটারে স্টিফেন কানিংহাম নামের ২৬ বছরের স্কটল্যান্ডের (Scotland) এক যুবক একটি পোস্ট শেয়ার করেছেন। একটি চিঠি আর সেই চিঠিকে ঘিরেই জল্পনার শুরু হয়েছে।   গ্লাসগোয় একটি আবাসন থাকতেন স্টিফেন। কয়েকমাস আগেই তিনি সেখানে এসেছেন। কিন্তু দিনকয়েক আগে একটি চিঠি হাতে পান সে। ওখানে তাঁকে উদ্দেশ্য করে লেখা, এই বাড়ির দেয়াল খুব পাতলা। তাই এক ঘরের আওয়াজ অন্য ঘরে সহজেই চলে আসে। রাত বিরেতে আপনার সঙ্গমের আওয়াজটাও তাই আমরা স্পষ্টভাবেই শুনতে পাই। দয়া করে আওয়াজ যেন একটু আস্তে হয়, সেদিকে খেয়াল রাখুন। আমরা খুব বিরক্ত হচ্ছি। এই প্রসঙ্গে স্টিফেন বলেন, “আমার কোনো প্রতিবেশীই হয়তো এই চিঠিটা লিখেছেন। তবে সএ কে? সেটা বুঝতে পারছি না। অবশ্য চিঠিটি দেখার পর আমি খুব হেসেছিলাম, আর লজ্জা লাগে।” স্টিফেন জানান, তার প্রতিবেশীরা খুব ভদ্র। আর তাই তারা এভাবেই চিঠি দিয়ে তাকে জ্ঞাত করেছেন। কেউ তাকে অপমানও করেনি। কিন্তু এই ঘটনায় ঐ যুবক বেশ লজ্জিত। জানা গিয়েছে নিজের প্রেমিকার সঙ্গে একই বাড়িতে থাকেন স্টিফেন। রাতে তাঁদের সঙ্গম এর শব্দে ঘুম কাড়ছে তার প্রতিবেশীদের। তবে স্টিফেন জানান, ভবিষ্যতে এই বিষয়টি সে মাথায় রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow