ব্যাসিক কিবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা
                                                
                                                    
                                                                             
                                                                                                     
                        
                                        
                            
                        
        
                        
                            
ব্যাসিক কিবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা
কীবোর্ড শর্টকাট কী?
মুলত আপনি যদি মাউস ইউজ করার মাধ্যমে কোনো একটি কাজ করেন, তাহলে হয়তো এক্ষেত্রে আপনার কিছু পরিমাণ বেশি সময় লাগতে পারে। কিন্তু মাউস ইউজ করা ছাড়া আপনি যদি জাস্ট কীবোর্ড ব্যাবহার করার মাধ্যমে কিছু সিক্রেট ইনপুট ডায়াল করে বিভিন্ন রকমের কার্যক্রম কম সময় এর মধ্যে সম্পন্ন করতে চান, তাহলে কীবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারেন।
 
বেসিক কম্পিউটার এর যেসব শর্টকাট কী এবং র যে সমস্ত কীবোর্ড শর্টকাট-কী রয়েছে সেগুলো সম্পর্কে নিচে তুলে ধরা হল।
 
Alt + F-বর্তমান প্রোগ্রামের ফাইল মেনু অপশন।
Alt + E-বর্তমান প্রোগ্রামের বিকল্প সম্পাদনা করে।
এফ 1-সার্বজনীন সহায়তা (যে কোনও ধরণ এর প্রোগ্রামের জন্য)।
Ctrl + A-সমস্ত পাঠ নির্বাচন করে।
Ctrl + X-নির্বাচিত আইটেম কেটে দেয়া।
Ctrl + Del-নির্বাচিত আইটেম কাটা।
Ctrl + C-নির্বাচিত আইটেম অনুলিপি করুন।
Ctrl + Ins– নির্বাচিত আইটেম অনুলিপি করুন।
Ctrl + V-নির্বাচিত আইটেম আটকানো।
Shift + Ins – নির্বাচিত আইটেম আটকান।
হোম – ইউজারকে বর্তমান লাইনের শুরুতে নিয়ে যায়।
Ctrl + Home-ডকুমেন্ট এর শুরুতে যান।
শেষ – বর্তমান লাইনের শেষে যান।
Ctrl + End – একটি ডকুমেন্ট এর শেষে যান।
Shift+ Home – বর্তমান অবস্থান থেকে লাইনের শুরুতে হাইলাইট করুন।
Shift+ And- বর্তমান অবস্থান থেকে লাইন এর শেষ পর্যন্ত হাইলাইট করুন।
Ctrl + (বাম তীর) – এক সময়ে একটি শব্দ বাম দিকে সড়ান।
Ctrl + (ডান তীর) – এক সময়ে ডানদিকে একটি শব্দ সড়ান।