শরীরচর্চায় নতুন বন্ধু স্মার্ট মিরর
অনেকেই ব্যায়াম করার সময় নিজেকে আয়নায় দেখতে পছন্দ করেন। আর আপনার মত ব্যায়ামপ্রেমীদের জন্য স্মার্টফিটনেস মিরর হতে পারে দারুণ একটি সংযোজন।
যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিসহ বিভিন্ন দেশ এখন এই ধরণের স্মার্ট ফিটনেস মিরর তৈরি করছে, যা ইতোমধ্যে ব্যপক জনপ্রিয়তা পেয়েছে দেশগুলোতে। স্মার্ট এই মিররগুলো লম্বায় ৬ ফুট বা ১৮০ সেন্টিমিটার। খাড়াভাবে স্থাপিত এই আয়নাতে রয়েছে কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ। এটি ভিডিও স্ক্রিনের মাধ্যমে কাজ করে। আপনি এই আয়নার মাধ্যমে খুব সহজেই একজন ট্রেনারের সাথে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হতে পারবেন। যিনি আপনার ব্যায়ামের বিষয়ে নির্দেশনা দিবেন এবং অধিকতর হাই প্রযুক্তির আয়নাতে ব্যবস্থা রয়েছে ক্যামেরা এবং স্পিকারের সুব্যবস্থা। ফলে আপনার ব্যায়ামের সময় ভুল স্টেপের বিষয়ে খুব সহজেই ধরিয়ে দিতে পারবেন আপনার ট্রেনার। সর্বাধুনিক প্রযুক্তির এসব আয়নার দাম শুরু এক হাজার তিনশ ডলার থেকে। এছড়াও রয়েছে মাসিক ভিত্তিতে সাবস্ক্রিপশন ফি।