ফে্ইসবুকের পাস্ওয়ার্ড হ্যাক হচ্ছে? যেভাবে সতর্ক হবেন...
ফেইসবুকে বিভিন্ন একাউন্টের পাসওয়ার্ড হ্যাক করতে তৈরি হচ্ছে অনেক ধরণের অ্যাপ। ফেইসবুকের প্যারেন্ট সংস্থা মেটা কর্তৃপক্ষ জানিয়েছে এই তথ্য। তাদের অনুসন্ধান মতে, ফেইসবুক পাসওয়ার্ড হ্যাক করতে পারে এমন অ্যাপের সংখ্যাও ৪০০'র বেশি ছাড়া কম নয়!
ফেইসবুকে বিভিন্ন একাউন্টের পাসওয়ার্ড হ্যাক করতে তৈরি হচ্ছে অনেক ধরণের অ্যাপ। ফেইসবুকের প্যারেন্ট সংস্থা মেটা কর্তৃপক্ষ জানিয়েছে এই তথ্য। তাদের অনুসন্ধান মতে, ফেইসবুক পাসওয়ার্ড হ্যাক করতে পারে এমন অ্যাপের সংখ্যাও ৪০০'র বেশি ছাড়া কম নয়!
তাই এই পাসওয়ার্ড হ্যাক থেকে রেহাই পেতে এখন থেকেই ব্যবহারকারীদের সতর্ক হওয়ার আহব্বান জানিয়েছে মেটা কর্তৃপক্ষ। এরই মধ্যে অ্যাপগুলোর তালিকা প্রস্তুত করেছে মেটা। অ্যাপগুলো যেকোনভাবে থার্টপার্টির মাধ্যমে আপনার ফোনের অ্যাপ স্টোরে উপস্থিত থাকতে পারে। তাই যতদ্রুত সম্ভব অ্যাপগুলোর নাম জেনে নিয়ে আপনার ফোন থেকে তা মুছে দিন।
অ্যাপগুলোর মাঝে এমন অনেক টুলস রয়েছে যা ফটো এডিটিং টুল হিসেবে ব্যবহৃত হয়। পাশাপাশি ভিপিএন অ্যাপসহ অন্য ইউটিলিটি অ্যাপ থাকতে পারে। এসব অ্যাপ ‘লগ ইন উইথ ফেইসবুক’ এর মাধ্যমে সহজেই আপনার পার্সোনাল তথ্য হ্যাক করে ফেলতে পারে।
মেটা কর্তৃপক্ষ একটা ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছে, গুগল এবং অ্যাপল কর্তৃপক্ষ এরই মধ্যে এসব অ্যাপের উপস্থিতির কথা জানিয়ে সতর্ক করা হয়েছে। এছাড়া ফেইসবুক ব্যবহারকারীদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাক্টিভ রাখার পরামর্শ দিয়েছে মেটা। যত দ্রুত সম্ভব পাসওয়ার্ড রিসেট করে নিতেও বলা হয়েছে।
What's Your Reaction?