রোমান্টিক-কমেডি জনরার সিনেমা 'তড়কা' রিভিউ
২০২২ সালে যেসব হিন্দি ভাষার রোমান্টিক কমেডি জনরার সিনেমা মুক্তি পেয়েছে তড়কা তার একটি। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম সিনেমা 'সল্ট এন্ড পিপার'র অফিসিয়াল রিমেক এটি। সিনেমাটি নির্মাণ করেছেন জনপ্রিয় লিজেন্ডারি অভিনেতা প্রকাশ রাজ।
 
                                                                                                    ২০২২ সালে যেসব হিন্দি ভাষার রোমান্টিক কমেডি জনরার সিনেমা মুক্তি পেয়েছে তড়কা তার একটি। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম সিনেমা 'সল্ট এন্ড পিপার'র অফিসিয়াল রিমেক এটি। সিনেমাটি নির্মাণ করেছেন জনপ্রিয় লিজেন্ডারি অভিনেতা প্রকাশ রাজ।
এককথায়, ফিলগুড টাইপ সিনেমা এটি। অতিরঞ্জিত গল্পের বালাই নেই। সিম্পল গল্পের গোছানো চিত্রনাট্য। যেহেতু রোমান্টিক কমেডি জনরার মুভি তাই রোমান্টিকতার সাথে সিচুয়েশনাল কমেডি প্রাধান্য পেয়েছে। জোর করে হাসানোর কোন দৃশ্য এতে নেই। সিনেমার প্রাণ যদি বলা হয় নানা পাটেকার। অভিনয়ের অসাধারণ নৈপূণ্য দেখিয়েছেন তিনি এই সিনেমায়। সিনেমাপ্রেমীরা তার অভিনয় উপভোগ করার জন্য হলেও সিনেমাটি দেখতে পারেন। তার সাথে শ্রেয়া স্বরন, আলি ফজল ও তাপসী পান্নুও যোগ্য সাথ দিয়েছেন সিনেমায়।
রিমেক হলেও আমি বলবো সাম্প্রতিক সময়ে রিলিজ হওয়া রোমান্টিক কমেডি জনরার সিনেমাগুলোর মাঝে এই সিনেমাটি অন্যতম ভালো একটি কাজ। রিমেক সিনেমাও যে দারুণ উপভোগ্য করা যায় তার উদাহরণ হিসেবে দেখতে পারেন সিনেমাটি। আপনি সিনেমাপ্রেমী হলে অবশ্যই দারুণ সময় কাটবে গ্যারান্টি দিতেই পারি।
IMDB Rating: 6.7/10
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
	                                             
	                                             
	                                             
	                             
	                             
	                             
	                             
	                             
	 
	 
	 
	 
	